Homeখবরদেশপুলিশ কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, আটক এক মহিলা

পুলিশ কন্ট্রোল রুমে প্রধানমন্ত্রীকে খুনের হুমকি, আটক এক মহিলা

প্রকাশিত

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করার অভিযোগ। ৩৪ বছরের এক মহিলাকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে এই হুমকি ফোন আসে।

পুলিশ জানায়, সকাল ৯টা ১৩ মিনিটে এক মহিলা ফোন করে জানান, মোদীকে হত্যার একটি ষড়যন্ত্র রচনা করা হয়েছে এবং সেই পরিকল্পনার জন্য অস্ত্রও প্রস্তুত।

ফোনের সর্বশেষ অবস্থান আন্দেরিতে শনাক্ত হওয়ার পর আম্বোলি থানাকে সতর্ক করা হয়। ফোন নম্বরের সূত্র ধরে দ্রুত একটি পুলিশ টিম অনুসন্ধানে নামে। কিন্তু ফোনটি বন্ধ ছিল। পরে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে সন্ধান চালিয়ে ওই মহিলাকে কান্দিভলি এলাকা থেকে সন্ধ্যায় আটক করা হয়।

আম্বোলি থানার সিনিয়র ইনস্পেক্টর সদাশিব নিকম জানান, “তিনি প্রশাসনিক ব্যবস্থার প্রতি হতাশা থেকে এই হুমকি ফোন করেছেন। তাঁর সঙ্গে কোনও গোষ্ঠীর সংযোগ নেই এবং তাঁর অপরাধমূলক অতীতও নেই।”

পুলিশ জানায়, আটককৃত মহিলা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি অবিবাহিত এবং একাই থাকেন। তাঁর ছোট বোন কাছেই থাকেন।

এছাড়া, ওই মহিলার আগেও বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে সাহায্য চেয়ে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করার ইতিহাস রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক ভাবে কিছুটা অস্থির বলে মনে হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকি ফোনটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। মহিলার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ডাকা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণে মারার হুমকি এই প্রথম নয়। গত বছরের আগস্ট মাসেও এক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় হুমকি পোস্ট করেছিলেন মহারাষ্ট্রের এক ব্যক্তি। শুধু তাই নয়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীকে খুন করার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি পুলিশ সূত্রে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।