Homeখবরদেশমুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের...

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

প্রকাশিত

মুম্বইয়ের পাওয়াই এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। এক ব্যক্তি ২০ জন শিশুকে পণবন্দি করে রাখেন একটি স্টুডিওর ভিতরে। প্রায় এক ঘণ্টা টানা উদ্ধার অভিযান চালায় মুম্বই পুলিশ ও দমকল বাহিনী। অবশেষে সমস্ত শিশুদের নিরাপদে উদ্ধার করা গেলেও, অভিযুক্ত ব্যক্তি রোহিত আর্যের মৃত্যু  হয়েছে পুলিশের গুলিতে

পুলিশ সূত্রে খবর, উদ্ধার অভিযান চলাকালীন পুলিশকে লক্ষ্য করে এয়ারগান চালায় রোহিত। তাকে রুখতে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে আহত হয় সে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

 পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে পাওয়াইয়ের RA স্টুডিও থেকে একটি বিপদ সংকেত আসে। জানা যায়, এক ব্যক্তি ভিতরে বহু শিশুকে আটকে রেখেছেন এবং আগুন লাগানোর হুমকি দিচ্ছেন। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

পাওয়াই থানার সিনিয়র ইন্সপেক্টর জীবন সোনাওয়ানে জানান, “সব শিশুই নিরাপদ। তাঁদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত মানসিকভাবে অস্থির ছিলেন বলে মনে হচ্ছে। তাঁকে উদ্ধার করে আটক করা হয়, তবে পরে তাঁর মৃত্যু হয়।”

অভিযুক্ত রোহিত আর্ষ একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি বলেন যে, কিছু ব্যক্তির সঙ্গে কথা বলতে চান। যদি তা না করা হয়, তবে তিনি “সবকিছুতে আগুন লাগাবেন” এবং “নিজে ও শিশুদের ক্ষতি করবেন” বলে হুমকি দেন।

ভিডিওতে আর্ষ দাবি করেন, তাঁর কিছু “অভিযোগ” রয়েছে এবং তিনি একটি “সরল কথোপকথন” করতে চান। তবে তিনি স্পষ্ট করে জানাননি, তাঁর অভিযোগ কার বিরুদ্ধে বা কাদের সঙ্গে কথা বলতে চান।

পরে পুলিশ জানায়, আর্ষ প্রাক্তন মহারাষ্ট্র শিক্ষা মন্ত্রী দীপক কেসারকর-এর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তাঁর দাবি, শিক্ষা দফতরের বিরুদ্ধে কিছু ব্যক্তিগত অভিযোগ ছিল।

 পুলিশ বিকেল ৩টা নাগাদ দমকলকে খবর দেয়। ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার অভিজিৎ সোনাওয়ানে জানান, “আমরা হাইড্রোলিক যন্ত্র দিয়ে স্টুডিওর জানালার গ্রিল কেটে প্রবেশের পথ তৈরি করি। পুলিশ ভিতরে ঢুকে সমস্ত শিশুকে উদ্ধার করে।”

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রায় ২০ জন শিশু—ছেলে ও মেয়ে—বয়স আনুমানিক ১৫ বছর, তাঁদের একটি “অডিশন”-এর জন্য ডাকা হয়েছিল। কিন্তু পরে তাঁদের জিম্মি করা হয়।

 যৌথ পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) সত্যনারায়ণ জানান, “স্টুডিওর ভিতরে প্রায় ২০ জন উপস্থিত ছিলেন। অভিযুক্তের কাছে একটি বন্দুকসদৃশ বস্তু ছিল।”

পুলিশ জানিয়েছে, রোহিত আর্ষর মানসিক অবস্থা ও তাঁর উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। তাঁর মৃত্যুর কারণ ও প্রেক্ষিত জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে পাওয়াই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এলাকা খালি করে দেন। যদিও প্রশাসনের তৎপরতায় সমস্ত শিশু অক্ষত অবস্থায় উদ্ধার হয়, তবু এই ঘটনা শহরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।