Homeখবরদেশআরজি কর-কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রাজ্যগুলির কাছে প্রতি দু’ঘণ্টা অন্তর রির্পোট চাইল...

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ, রাজ্যগুলির কাছে প্রতি দু’ঘণ্টা অন্তর রির্পোট চাইল কেন্দ্র

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনায় দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। হাসপাতাল থেকে রাস্তায় সাধারণ মানুষ, সবাই মিলে একটাই আওয়াজ তুলেছে— ‘বিচার চাই’। এমন উত্তাল পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে কেন্দ্রীয় সরকার। এই প্রেক্ষাপটে, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রতি দু’ঘণ্টা অন্তর তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির রিপোর্ট পাঠাতে হবে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার বিভিন্ন স্থানে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ, ধর্না, এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষেত্রে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নিয়েছে যে, পুলিশকে কয়েকটি জায়গায় র‌্যাফ মোতায়েন করতে হয়েছে এবং কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দেশের অন্যান্য রাজ্যেও একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাই সমস্ত রাজ্যকে নির্দেশ দিয়েছে যে, তারা যেন প্রতিটি আইনশৃঙ্খলা পরিস্থিতির তথ্য ইমেল, ফ্যাক্স বা হোয়াটস্‌অ্যাপের মাধ্যমে কেন্দ্রের কন্ট্রোল রুমে পাঠায়। বিশেষ কোনও ঘটনা ঘটলে তা অবিলম্বে কেন্দ্রকে জানাতে হবে। গত ১৬ অগস্ট, এই নির্দেশিকা রাজ্যগুলির কাছে পৌঁছেছে।

আরজি কর-কাণ্ডে কেন্দ্রীয় আইন, নিরাপত্তা ও তদন্ত সহ পাঁচ দফা দাবিতে সরব ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

গত ৯ অগস্ট রাতে আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চার তলার সেমিনার রুম থেকে এক মহিলা চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচির মাঝেই কিছু দুষ্কৃতী আরজি কর হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

লালবাজার ইতিমধ্যেই আরজি করের সংলগ্ন এলাকায় ১৮ থেকে ২৪ অগস্ট পর্যন্ত পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, এবং বিক্ষোভের আগুন এখনও জ্বলছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...