১০ মাস পর জেলে থেকে ছাড়া পেতে চলেছেন কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু। সিধুর টুইটার হ্যান্ডেলে এ খবর জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ ১ এপ্রিল তাঁকে ছাড়া হবে বলে জানা গিয়েছে।
সিধুর টুইটার হ্যান্ডেল থেকে লেখা হয়েছে, ‘সবাইকে জানাতে চাই,নভজ্যোৎ সিংহ সিধু আগামীকাল পাতিয়ালা জেল থেকে মুক্তি পাচ্ছেন।’ ২০২২ সালে ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু।
কেন জেলবন্দি ছিলেন সিধু?
১৯৮৮ সালের ঘটনা। সিধু এবং তাঁর বন্ধু রূপিন্দর সিং সাঁধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে যান। মারুতিচালক এক বৃদ্ধ এর প্রতিবাদ করেন। বচসার সময় গুরনাম সিংহ নামের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু। মাথায় আঘাত পেয়ে মারা যান ওই বৃদ্ধ। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হলেও নিম্ন আদালত প্রমাণের অভাবে সিধু এবং তাঁর সহযোগীকে বেকসুর খালাস করে দেয়।
This is to inform everyone that Sardar Navjot Singh Sidhu will be released from Patiala Jail tomorrow.
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 31, 2023
(As informed by the concerned authorities).
পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টে দোষী সাব্যস্ত হন সিধু। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিধু সুপ্রিম কোর্টে গেলে শীর্ষ আদালত হাই কোর্টের রায় খারিজ করে দেয়। নিহতের পরিবার রায় পুনর্মূল্যায়ন করার আর্জি জানান। এই মামলায় ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে সিধুকে এক বছরের সাজা শোনায় শীর্ষ আদালত।
দ্বিতীয় ধাপের ক্যান্সারে আক্রান্ত সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। কংগ্রেস নেতার মুক্তির খবর পেয়ে তিনি আবেগঘন একটি টুইট পোস্ট করেছেন।
2/2 I will give you what you have asked for but not against the will of Supreme Consciousness. So HE left me in between. Each person’s destiny and journey is different. We have no right to question it. The only person who needs correction is our own self. HIS WORLD: HIS LAWS.
— DR NAVJOT SIDHU (@DrDrnavjotsidhu) March 31, 2023
তিনি লিখেছেন, ‘একেক জনের গন্তব্য ও যাত্রা একেক রকম। এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমাদের নেই। একমাত্র আমরা নিজেরাই পারি নিজেদের সংশোধন করতে।