Homeখবরদেশলোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, ধ্বনিভোটে হারালেন 'ইন্ডিয়া' প্রার্থীকে

লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা, ধ্বনিভোটে হারালেন ‘ইন্ডিয়া’ প্রার্থীকে

প্রকাশিত

নয়াদিল্লি: লোকসভার স্পিকার নির্বাচিত হলেন ওম বিড়লা। লোকসভার স্পিকার পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনডিএ সাংসদরা ধ্বনিভোটে সেই প্রস্তাবকে সমর্থন জানান।

এই নিয়ে দ্বিতীয় বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। তাঁর বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করেছিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। বুধবার ছিল সেই ভোটাভুটি। ১১টা নাগাদ সেই ভোটাভুটি শুরু হয়। ভোটে সংখ্যাগরিষ্ঠতায় জিতে যান গুজরাতের সাংসদ ওমই।

স্পিকার নির্বাচিত হওয়ায় ওম বিড়লাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই। আমরা সকলেই বিশ্বাস করি যে আপনি (ওম বিড়লা) আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন, আপনার মুখের মিষ্টি হাসিও হাউসকে খুশি রাখে। অষ্টাদশতম লোকসভায় দ্বিতীয়বার স্পিকার পদে অধিষ্ঠিত হয়ে আপনি নিজেই একটি রেকর্ড গড়লেন।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “আমাদের সকলের বিশ্বাস আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের সবাইকে পথ দেখাবেন। আমাদের শাস্ত্রে বলা আছে যে একজন নম্র ও সদাচারী ব্যক্তিকে সফল বলে মনে করা হয়। দ্বিতীয়বার স্পিকারের দায়িত্ব পাওয়া, নতুন রেকর্ড তৈরি হবে। আপনিই সেই ব্যক্তি যিনি পাঁচ বছরের মেয়াদ শেষ করে আবার স্পিকারের দায়িত্ব পেয়েছেন।”

লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীও ওম বিড়লাকে লোকসভার স্পিকার হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন। রাহুল বলেন, সরকারের কাছে সংখ্যা রয়েছে। কিন্তু বিরোধী দলও ভারতের জনগণের কণ্ঠস্বর। রাহুল বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বিরোধীদের কণ্ঠস্বরও হাউসে উঠতে দেওয়া উচিত।

আরও পড়ুন: ‘ভাইরাল খবর’ বিশ্বাস করবেন না, ট্রেন টিকিট বুকিংয়ের ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিল আইআরসিটিসি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮) শ্রীলঙ্কা:...

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

আরও পড়ুন

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।