Homeখবরদেশপরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

পরীক্ষার আগেই ফাঁস হয় নিট প্রশ্ন, মানল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

আজ, সোমবার প্রশ্ন ফাঁস এবং অন্যান্য অনিয়মের জন্য নিট (NEET UG 2024) পরীক্ষা বাতিল করার আবেদনের শুনানি করছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ সকাল সাড়ে ১০ টায় এই মামলার শুনানি শুরু করে। প্রথমার্ধের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ৪ মে তারিখের আগে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল।

এ দিনের শুনানিতে পুনরায় পরীক্ষার দাবিতে আবেদনকারীদের পক্ষে সিনিয়র আইনজীবী নরেন্দ্র হুডা আদালতকে বলেন, পরীক্ষক সংস্থা এনটিএ ঘোষিত ফলাফলে অনেক অসঙ্গতি রয়েছে। সংস্থাটি সমস্ত ভারতীয় র‌্যাঙ্ক এবং পরীক্ষা কেন্দ্রগুলির ক্রমিক নম্বরগুলিকে আটকে রেখেছে এবং ফলাফল ঘোষণার ডেটার নামে ৫ হাজার পিডিএফ দিয়েছে।

হুডা আরও বলেন, “তারা স্বীকার করেছে যে একটা ফাঁসের ঘটনা ঘটেছে, তারা স্বীকার করেছে যে হোয়াটসঅ্যাপে সেই ফাঁস হওয়া প্রশ্ন প্রচারও হয়েছে। বিহার পুলিশের তদন্তে দেখা গেছে যে ফাঁসটি ৪ মে হয়েছিল এবং সংশ্লিষ্ট ব্যাঙ্কে প্রশ্নপত্র জমা দেওয়ার আগেই এসব হয়েছিল।”

হুডা আরও বলেন, “নিট – এর ফাঁস একটি গ্যাংয়ের হাতের কাজ। যারা এর আগেও এই ধরনের ক্ষেত্রে কাজ করেছে। এটা মোটেই একজন পিয়নের একটি প্রশ্নপত্র ফাঁস করার ঘটনা নয়। বিহার পুলিশকে সমস্ত উপকরণ সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। যার মধ্যে সমস্ত উপকরণ উদ্ধার করা হয়েছে। ডায়েরি, রিপোর্ট ইত্যাদি”।

এ দিনের শুনানির উলেখযোগ্য বিষয়টি হল প্রশ্ন ফাঁসের তারিখ। শুনানির সময়, সলিসিটর জেনারেল যুক্তি দিয়েছিলেন যে মধ্যস্থতাকারী অমিত আনন্দ ৪ মে রাতে ছাত্রদের সংগ্রহ করছিলেন, যাতে তারা ৫ মে ফাঁস হওয়া প্রশ্নপত্র পেতে পারেন। কিন্তু এ ব্যাপারে প্রধান বিচারপতি বলেন, “এটি ইঙ্গিত দেয় যে শিক্ষার্থীদের বলা হয়েছিল ৪ মে সন্ধ্যায় উত্তর মুখস্থ করতে, এবং এর মানে হল ৪ মে তারিখের আগে প্রশ্ন ফাঁস হয়েছিল।”

প্রসঙ্গত, চলতি বছরের ৫ মে স্নাতক স্তরের মেডিক্যালের প্রবেশিকার আয়োজন করে এনটিএ। আচমকা ৪ জুন (লোকসভা ভোটের ফলাফল ঘোষণার দিন) নিট ইউজির রেজাল্ট প্রকাশ করে কেন্দ্রীয় সংস্থা। কারচুপির অভিযোগ আগেই উঠেছিল। কিন্তু তার পরই এই সর্বভারতীয় প্রবেশিকার ফলাফলে অনিয়মকে কেন্দ্র করে উত্তাল হয় দেশ। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার শহর ও কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে এনটিএ।

আরও পড়ুন: NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।