Homeজন্মজয়ন্তীআজাদ হিন্দ ফৌজ-এর বন্দি অফিসার ও সৈন্যদের মুক্তিলাভের কাহিনি

আজাদ হিন্দ ফৌজ-এর বন্দি অফিসার ও সৈন্যদের মুক্তিলাভের কাহিনি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

অরুণাভ গুপ্ত

বিশ্বযুদ্ধ শেষ হল। আজাদ হিন্দ ফৌজ”’-এর কাহিনি তার আগে পর্যন্ত সামরিক গোপন খবর হিসাবে চাপা ছিল— এ বার সরকারি বিজ্ঞপ্তিতে তা প্রকাশ পেল।

জওহরলাল নেহরু ২০ আগস্ট বিষয়টা উল্লেখ করে বললেন: ‘বর্তমানে “আজাদ হিন্দ ফৌজ”’-এর অফিসার ও সৈন্যদের বিরাট একটা অংশ… বন্দি হয়ে আছে এবং তাদের মধ্য অন্তত কিছু লোকের ফাঁসি হয়েছে। …যে কোনো সময়েই তাদের প্রতি অতিরিক্ত
কঠোর ব্যবহার করলে ভুল হতো, বিশেষ করে এখন— ভারতবর্ষে যখন অচিরে বড়ো রকমের পরিবর্তন ঘটবার কথা উঠেছে। তাদের সঙ্গে যদি সাধারণ বিদ্রোহীর মতো ব্যবহার করা হয় তা হলে অত্যন্ত গুরুতর রকমের ভুল করা হবে এবং তার ফল হবে সুদূরপ্রসারী। তাদের দণ্ডিত করার মানে হবে সারা ভারত এবং সমগ্র ভারতবাসীকে দণ্ডিত করা, কোটি-কোটি হৃদয় তার ফলে ক্ষতবিক্ষত হবে’।

সেপ্টেম্বরের শেষাশেষি লোকের মুখে ব্যাপক ভাবে “আজাদ হিন্দ ফৌজ”’-এর কথা ছড়িয়ে পড়ল। ‘…এ-বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে, যে-সব পুরুষ ও নারী এই বাহিনীতে নাম লিখিয়েছিল … তারা একান্ত ভাবে চেয়েছিল ভারতের স্বাধীনতার পাদপদ্মে নিজেদের ঢেলে দিতে; এবং এও ঠিক যে, সামরিক আইনের কোনো সূত্র ধরে তাদের বেশ বড়ো একটা অংশকে যদি সাজা দেওয়া হয়, তা হলে ভারতের পক্ষে সেটা শোকাবহ ঘটনা হবে’। (ব্যাঘ্রকেতন, পৃ: ২৩১)

প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর লিখিত গ্রন্থ ভারতে জাতীয় আন্দোলন-এ লিখেছেন: “আজাদ (হিন্দ) ফৌজ” ব্রিটিশ সৈন্যদের হস্তে বন্দি হইয়া বিচারের জন্য ভারতে প্রেরিত হইল।… ভারতের স্বাধীনতা লাভের জন্য সশস্ত্র আক্রমণ প্রয়াস ব্যর্থ হইল। তখন ব্রিটিশ রাজত্বের শেষ বৎসর— বিপ্লবীদের বিচার হইল। জবহরলাল (জওহরলাল) নেহরু ব্যারিস্টাররূপে “আজাদ হিন্দ ফৌজ”-এর রক্ষার জন্য আদালতে উপস্থিত হইলেন-ব্যারিস্টারি পাশ করিয়া আসিবার ত্রিশ বৎসর পর এই তাঁহার প্রথম আদালতে ওকালতি ও এই শেষ। ফৌজের বন্দিরা মুক্তিলাভ করিল’।

ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন বিপ্লবাত্মক ধারার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি নেতাজি সুভাষচন্দ্র বসু। তাঁর হার না মানা জেদের অন্তরালে ছিল দামাল স্বভাব বাঙালি ঐতিহ্য। যার উদাহরণ আইএনএ বন্দিদের প্রতি ব্যবহার সম্পর্কে বিবৃতি— ‘বর্মা থেকে বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে, “আজাদ হিন্দ ফৌজ”-এর যে-সমন্ত অফিসার ও সৈনিক বর্মায় ইঙ্গ-মার্কিনদের হাতে ধরা পড়েছে, তাদের প্রতি নিষ্ঠুর ও প্রতিহিংসামূলক ব্যবহার করা হচ্ছে। দনিয়াসুদ্ধ সবাই জানে যে, ইঙ্গ-মার্কিনেরা— বিশেষত ব্রিটিশেরা— ইঙ্গ-মার্কিন যুদ্ধবন্দিদের উপর দুর্ব্যবহার করা হচ্ছে বলে জার্মানি ও জাপানের ঘাড়ে সবসময় দোষ চাপিয়ে থাকে। কিন্তু আজ জিজ্ঞেস করতে চাই যে, বর্মায় “আজাদ হিন্দ ফৌজ”’-এর যে-সব লোকজন ধরা পড়েছে তাদের সঙ্গে ইঙ্গ-মার্কিনেরাই বা কী ধরনের আচরণ করেছে? বর্মায় মিত্রপক্ষে যদিও পাঁচ জাতের লোক আছে, তা হলেও “আজাদ হিন্দ ফৌজ”-এর লোকজনদের সঙ্গে দুর্ব্যহারের জন্যে একমাত্র দায়ী ব্রিটিশ কর্তৃপক্ষ। ব্রিটিশের যে-সব সৈন্য আমাদের হাতে ধরা পড়েছিল, তাদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করেছি, এ-কথা ব্রিটিশ কর্তৃপক্ষের বানিয়ে বলবারও সাধ্য নেই। মিত্রপক্ষ থেকে যারা এসেছে তারা নিজে থেকে এসে আমাদের কাছে ধরা দিয়েছে এবং “আজাদ হিন্দ ফৌজ”-এ যোগ দিয়েছে। আর এমনকি দিল্লি বেতার পর্যন্ত দিন কয়েক আগে স্বীকার করেছে যে, “আজাদ হিন্দ ফৌজ”’-এ যারা যোগ দিয়েছে তারা সবাই ভালো ব্যবহার পেয়েছে’। (ব্যাঘ্রকেতন, পৃ: ২৮৮)

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।