নিউ দিল্লি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনার পর এ বার মামলা গড়াল সুপ্রিম কোর্টে। সোমবার (১৭ ফেব্রুয়ারি, ২০২৫) সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের করা হয়েছে। ওই মামলায় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে উপযুক্ত নির্দেশিকা তৈরির দাবি জানানো হয়েছে বলে ‘লাইভ ল’ সূত্রে জানা গিয়েছে।
জনস্বার্থ মামলা (PIL) হল এমন একটি আবেদন, যা আদালতে জনগণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে দায়ের করা হয়। মামলাকারীদের দাবি, স্টেশন ও রেল পরিকাঠামোর সঠিক ব্যবস্থাপনা না থাকার কারণেই পদপিষ্টের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাই ভবিষ্যতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ জরুরি।
উল্লেখ্য, শনিবার দুপুর থেকেই কুম্ভমেলায় পৌঁছাতে প্রয়াগরাজের ট্রেনের জন্য নিউ দিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর। একটি রিপোর্টে দাবি, রাতে চাহিদা এত বেড়ে গিয়েছিল যে, প্রতি ঘণ্টায় ১৫০০ করে জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল।
শনিবার রাত ৯টা নাগাদ নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। অতিরিক্ত ভিড়ের কারণে ওভারব্রিজ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির কাছে ধাক্কাধাক্কির জেরে অনেকে মাটিতে পড়ে যান। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের।
প্রথমে দুর্ঘটনার কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে নিশ্চিত করা হয় যে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।
আরও পড়ুন: নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের