Homeখবরদেশসুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির...

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির আদালত

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতার অবৈধ ঘোষণা করার পর দিল্লির আদালত তাঁকে জামিনে মুক্তি দিল।

১ লক্ষ টাকা জামিন-বন্ডে প্রবীর পুরকায়স্থকে মুক্তি দেওয়ার পাশাপাশি পাটিয়ালা হাউস কোর্ট তিনটি শর্ত আরোপ করেছে। এক, এই মামলার সাক্ষীদের সঙ্গে এবং রাজসাক্ষীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারবেন না; দুই, মামলা সম্পর্কে কোথাও কিছু বলতে পারবেন না; এবং তিন, মামলা চলাকালীন আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যেতে পারবেন না।    

এর আগে বুধবারই প্রবীর পুরকায়স্থকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত বলে, দিল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে প্রবীর পুরকায়স্থকে যে গ্রেফতার করেছে তা অবৈধ।    

বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত বেঞ্চ বলে, কীসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হল হেফাজতে পাঠানোর আগে তা লিখিতভাবে প্রবীর পুরকায়স্থকে বা তাঁর কৌঁসুলিকে জানানো হয়নি।

আইনের দৃষ্টিকোণ থেকে প্রবীর পুরকায়স্থের গ্রেফতার ও তাঁকে হেফাজতে পাঠানো অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট তাঁর মুক্তির নির্দেশ দেয়। বন্ডের ভিত্তিতে নিউজক্লিকের এডিটরকে অবিলম্বে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে ট্রায়াল কোর্টকেই জামিনের শর্ত ধার্য করতে বলা হয়।

দিল্লি পুলিশের বিশেষ সেল গত অক্টোবরে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং মানবসম্পদ (এইচ আর) প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে এবং নভেম্বরে বিচার বিভাগীয় হেফাজতে নেয়। ‘দ্য নিউ ইয়র্ক টাইমস্‌’-এ প্রকাশিত এক খবরের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়। ওই খবরে বলা হয়েছিল, ‘নিউজক্লিক’ মার্কিন কোটিপতি নেভিল রয় সিংহমের কাছ থেকে টাকা পেয়েছে। এই নেভিল রয় সিংহম ভারতে এবং বিদেশে চিনা প্রচার ছড়িয়ে দেওয়ার ব্যাপারে অভিযুক্ত। অমিত চক্রবর্তী পরে এই মামলায় রাজসাক্ষী হন। গত মার্চে দিল্লির একটি আদালতে এই মামলার চার্জশিট পেশ করা হয়।     

দিল্লি পুলিশের এফআইআর-এ বলা হয়েছিল, এই নিউজ পোর্টালটির বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতের সার্বভৌমত্বকে ব্যাহত করতে এবং দেশে অসন্তোষ তৈরি করতে চিনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে। এর পাশাপাশি দিল্লি পুলিশ তার চার্জশিটে জানায়, প্রবীর পুরকায়স্থ ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম (প্যাডস) নামে একটি গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করেছেন।

আরও পড়ুন

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?