Homeখবরদেশবেঙ্গালুরুর কাফে বিস্ফোরণের ২ মাস্টারমাইন্ডকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করল এনআইএ

বেঙ্গালুরুর কাফে বিস্ফোরণের ২ মাস্টারমাইন্ডকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করল এনআইএ

প্রকাশিত

বেঙ্গালুরুর রামেশ্বরম কাফে বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গে থেকে গ্রেফতার করল এনআইএ। এই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের ধরে পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা করেছিল এনআইএ। অবশেষে তাদের কলকাতা থেকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ঘটনার পর তারা দুজনে পশ্চিমবঙ্গে চলে আসে। সেখানেই তাঁরা লুকিয়ে ছিলেন। সন্দেহভাজনদের গোপন আস্থানার খবর পেয়ে সেখানে হানা দেয় এনআইএ। মুসাভির শাজিব হুসেন ও আবদুল মাছিন আহমেদকে গ্রেফতার করা হয়। দুজনকে ধরে দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ। 

গত ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১০জন আহত হন। তদন্তে জানা যায়, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ। 

বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় জোরাল বিস্পোরণ হয়নি।  

আরও পড়ুন: ‘দিল্লিতে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র, কেন্দ্রকে চিঠি দিচ্ছেন উপরাজ্যপাল’, বিস্ফোরক দাবি অতীশির

৩ মার্চ এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মিল। ২৭ দিন পর তাঁক গ্রেফতার করে পুলিশ। 

মুজাম্মিলকে জেরা করে অন্য দুজন যুক্ত থাকার কথা জানতে পারে এনআইএ। তাদের খোঁজ শুরু করে তদন্তকারী সংস্থা। মুজাম্মিলের সঙ্গে শাজিব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। মুজাম্মিলকে বিস্ফোরক সরবরাহ করেছিলেন শাজিবই। বিস্ফোরণে ছক কষে আব্দুল। অবশেষে তাদের গ্রেফাতর করল এনআইএ।

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

মুম্বইয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, গ্রেপ্তার সহকর্মী

মহারাষ্ট্রের মুম্বইয়ে সহকর্মীর হাতে খুন হলেন মালদহের পরিযায়ী শ্রমিক আবদুর রহমান। ঘটনার তদন্তে নেমেছে মুম্বই পুলিশ।

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?