বেঙ্গালুরুর রামেশ্বরম কাফে বিস্ফোরণের ঘটনায় দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গে থেকে গ্রেফতার করল এনআইএ। এই ঘটনায় মূল অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও আরও দুই অভিযুক্তের সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের ধরে পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণা করেছিল এনআইএ। অবশেষে তাদের কলকাতা থেকে গ্রেফতার করল তদন্তকারী সংস্থা।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, ঘটনার পর তারা দুজনে পশ্চিমবঙ্গে চলে আসে। সেখানেই তাঁরা লুকিয়ে ছিলেন। সন্দেহভাজনদের গোপন আস্থানার খবর পেয়ে সেখানে হানা দেয় এনআইএ। মুসাভির শাজিব হুসেন ও আবদুল মাছিন আহমেদকে গ্রেফতার করা হয়। দুজনকে ধরে দিতে পারলে ২০ লক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করেছিল এনআইএ।
গত ১ মার্চ রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১০জন আহত হন। তদন্তে জানা যায়, ক্যাফেতে ঢুকে বিস্ফোরক বোঝাই ব্যাগ রেখে আসেন এক ব্যক্তি। তাতে টাইমার সেট করা ছিল। এক ঘণ্টা পর হয় বিস্ফোরণ।
বিস্ফোরণ ঘটানোর জন্য আইইডি ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেই বিস্ফোরকের মাত্রা খুব বেশি না থাকায় জোরাল বিস্পোরণ হয়নি।
৩ মার্চ এই ঘটনার তদন্তভার হাতে নেয় এনআইএ। কেন্দ্রীয় সংস্থার দাবি, ওই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত মুজাম্মিল। ২৭ দিন পর তাঁক গ্রেফতার করে পুলিশ।
মুজাম্মিলকে জেরা করে অন্য দুজন যুক্ত থাকার কথা জানতে পারে এনআইএ। তাদের খোঁজ শুরু করে তদন্তকারী সংস্থা। মুজাম্মিলের সঙ্গে শাজিব এবং আব্দুল এই ঘটনার সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। মুজাম্মিলকে বিস্ফোরক সরবরাহ করেছিলেন শাজিবই। বিস্ফোরণে ছক কষে আব্দুল। অবশেষে তাদের গ্রেফাতর করল এনআইএ।