Home খবর দেশ জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

শ্রীনগরের নওগামে পুলিশ স্টেশনে বাজেয়াপ্ত বিস্ফোরক পরীক্ষা চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে যাঁরা নিহত হয়েছেন তাঁদের মধ্যে পুলিশ, ফরেনসিক টিম ও প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন।

ছবি 'X' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত করা বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল থানায়। সেই বিস্ফোরক এগুলো পরীক্ষা করার সময়ই বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে অধিকাংশই পুলিশকর্মী এবং ফরেনসিক দলের কর্মকর্তা। এ ছাড়া শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তাও প্রাণ হারান। সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদ থেকে আনা বিস্ফোরক সামগ্রী পরীক্ষা করছিলেন সংশ্লিষ্ট দলটি। সেই সময়েই আকস্মিকভাবে বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই বেশ কয়েক জনের মৃত্যু হয় এবং বহুজন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত ভারতীয় সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এ (এসকিমস) নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জম্মু ও কাশ্মীরের পুলিশ মহাপরিদর্শক (ডিজিপি) নলিন প্রভাত জানান, নিহতদের মধ্যে রয়েছেন স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির এক কর্মকর্তা, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির তিন কর্মকর্তা, ক্রাইম উইংয়ের দুই সদস্য, দুই রেভিনিউ কর্মকর্তা এবং দলের সঙ্গে যুক্ত এক দর্জি।

ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং বিস্ফোরণের মূল কারণ অনুসন্ধানে বিশেষ দল গঠন করা হয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version