নয়াদিল্লি: আজ, মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাণসী থেকে তৃতীয় বারের জন্য লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনে প্রধানমন্ত্রী মোদীর দেওয়া হলফনামা থেকেই জানা গিয়েছে, তাঁর মোট সম্পদের পরিমাণ কত।
ব্যাঙ্ক-ব্যালেন্স
প্রধানমন্ত্রী মোদীর কাছে নগদ ৫২ হাজার টাকা রয়েছে। এর পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে তাঁর দুটি অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট গুজরাতের গান্ধীনগরে এবং অন্য অ্যাকাউন্ট বারাণসীর শিবাজিনগর শাখায় রয়েছে। গুজরাতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী মোদীর ৭৩ হাজার ৩০৪ টাকা এবং বারাণসীর অ্যাকাউন্টে মাত্র সাত হাজার টাকা রয়েছে। এসবিআই-তে ২ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৩৩৮ টাকার ফিক্সড ডিপোজিট বাআ এফডি রয়েছে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ৯ লক্ষ ১২ হাজার টাকা বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী।
অস্থাবর সম্পত্তির মূল্য কত
অস্থাবর সম্পদের মধ্যে তার চারটি সোনার আংটি রয়েছে, যেগুলির মোট ওজন ৪৫ গ্রাম এবং মূল্য ২ লক্ষ ৬৭ হাজার ৭৫০ টাকা। প্রধানমন্ত্রী মোদীর হলফনামা অনুযায়ী, তাঁর কোনো বাড়িও নেই, কোনো জমিও নেই। এ অবস্থায় তাঁর মোট সম্পদের পরিমাণ ৩ কোটি ২ লক্ষ ৬ হাজার ৮৮৯ টাকা।
প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা
নির্বাচনী হলফনামায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়েছেন। সেই তথ্য অনুসারে, তিনি ১৯৬৭ সালে গুজরাত বোর্ড থেকে তাঁর স্কুলিং শেষ করেন। এরপর ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ১৯৮৩ সালে গুজরাত বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর করেন।
আরও পড়ুন: ভয়ংকর ঝড়ে বিলবোর্ড ভেঙে মুম্বইয়ে মৃত ১৪, জখম ৬০