Homeখবরদেশ‘প্রতিযোগিতায় সক্ষমদের আর সংরক্ষণের দরকার নেই’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘প্রতিযোগিতায় সক্ষমদের আর সংরক্ষণের দরকার নেই’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

গত ৭৫ বছরে যাঁরা সংরক্ষণের সুবিধা নিয়ে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিযোগিতায় সক্ষম, তাঁদের সংরক্ষণের বাইরে রাখা উচিত। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সরকার এবং আইন প্রণেতাদের। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভৈ এবং বিচারপতি অগাস্টিন জর্জ মেসি’র বেঞ্চ একটি মামলার শুনানিতে এই মন্তব্য করে। এর আগে গত বছরের ১ আগস্ট সুপ্রিম কোর্টের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারগুলি প্রয়োজন অনুযায়ী অনগ্রসর শ্রেণিগুলোর মধ্যে আরও শ্রেণিবিভাগ করতে পারে।

সংবিধান বেঞ্চের রায়ে বলা হয়েছিল, অনগ্রসর শ্রেণির (SC/ST) মধ্যে যারা তুলনামূলকভাবে কম উন্নত, তাদের উন্নতির জন্য সংরক্ষণ পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। বিচারপতি গাভৈ পৃথক রায়ে জানান, ‘ক্রিমি লেয়ার’-এর নীতি অনুসারে যাঁরা আর্থিক ও সামাজিকভাবে সক্ষম, তাঁদের সংরক্ষণের সুবিধা দেওয়া উচিত নয়।

আবেদনকারীর আইনজীবী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের রায়ের পর ছয় মাস পেরিয়ে গেলেও রাজ্য সরকার কোনও নীতি তৈরি করেনি। আইনজীবী আরও জানান, যদি রাজ্য সরকার নীতি না তৈরি করে, তা হলে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হবে।

সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ ৬-১ সংখ্যাগরিষ্ঠতায় জানায়, ২০০৪ সালের ইভি চেন্নাইয়া মামলার রায়টি ভুল ছিল। ওই রায়ে বলা হয়েছিল, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি একটি অভিন্ন গোষ্ঠী এবং এর মধ্যে উপবিভাগ করা যাবে না।

বিচারপতি বেলা এম ত্রিবেদী এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁর মতে, সংরক্ষণের মধ্যে শ্রেণিবিভাগ সাংবিধানিক বিধানের বিরোধী। তিনি বলেন, সংবিধানের ৩৪১ এবং ৩৪২ ধারা অনুযায়ী, রাষ্ট্রপতির তালিকায় কোনও পরিবর্তন আনতে পারে শুধুমাত্র সংসদ, রাজ্য সরকার নয়।

সবমিলিয়ে সুপ্রিম কোর্টের এই রায় সংরক্ষণের কাঠামোতে একটি বড় পরিবর্তন আনতে পারে। ভবিষ্যতে এ বিষয়ে আইন প্রণয়ন বা নীতি নির্ধারণে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজনীয়তাও দেখা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...