Homeখবরদেশনোটবন্দিতে কাজের কাজ কিছু হয়েছে কি? চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সরকারি আমলার

নোটবন্দিতে কাজের কাজ কিছু হয়েছে কি? চাঞ্চল্যকর দাবি প্রাক্তন সরকারি আমলার

প্রকাশিত

নয়াদিল্লি: ২০১৬-য় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নোটবন্দির সিদ্ধান্তকে বৈধ আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। সংবিধানের বিশেষ ধারা মোতাবেক সরকার নোটবন্দি করতে পারে এবং এই সিদ্ধান্তে কোনো ভুল ছিল না বলে সোমবার জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত।

কাজের কাজ কিছু হয়েছে কি?

কেন্দ্রের নোটবন্দির ফলাফল “বেশ মিশ্র” বলে দাবি করেছেন নীতি আয়োগের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। এনডিটিভি-র কাছে একটি একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “কারণ আমাদের অর্থনীতির প্রকৃতি, আমাদের অর্থনীতিতে অসংগঠিত ক্ষেত্র, আমাদের অর্থনীতির একটি বড়ো অংশ নগদ অর্থে চলছে, নির্মাণ ইত্যাদির মতো বড়ো ক্ষেত্রগুলি নগদ অর্থনীতি বা কালো টাকা ইত্যাদিকে বাদ দেওয়ার চেষ্টা করছে বলে আমি জানি না। এটা অর্জিত হবে বলেও মনে করি না”। একই সঙ্গে তিনি বলেন, নোটবন্দি করে যা লক্ষ্যে পৌঁছানোর কথা বলা হয়েছিল, তার সফলতা নিয়ে সংশয় রয়েছে। একমাত্র ডিজিটাইজেশন ছাড়া আর অন্য কিছুই চোখে পড়ছে না তাঁর।

বিপক্ষ মত বিচারপতির

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এই রায় নিয়ে বিতর্ক চলছে বিভিন্ন মহলে। এমনকী চার বিচারপতি পক্ষেই মত দিলেও নোট বাতিল ইস্যুতে সুপ্রিম কোর্টের বেঞ্চের একমাত্র সদস্য হিসেবে ভিন্নমত প্রকাশ করেছেন বিচারপতি বি ভি নাগরত্না। তাঁর মতে, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আইনের ২৬ ধারা অনুযায়ী, সরকারের দিক থেকে নয়, নোট বাতিলের সুপারিশ স্বাধীন ভাবে আসা উচিত ছিল আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ডের তরফে। যদিও নিয়মের উল্টো পথে হেঁটে নোট বাতিল নিয়ে এগজিকিউটিভ অর্ডার জারি হয়েছিল। আরবিআই স্বাধীনভাবে মত দিয়েছে, তেমনটা ঘটেনি। আরবিআই আইনের ২৬(২) ধারায়, সরকার ও কেন্দ্রীয় ব্যাঙ্কের মধ্যে নোট বাতিল নিয়ে আলোচনার এই প্রক্রিয়াকে আরবিআইয়ের সুপারিশ বলা যায় না। সেই কারণেই নোট বাতিলের প্রক্রিয়াকে ‘বেআইনি’ বলে রায় দিয়েছেন বিচারপতি নাগরত্না।

বাজারে বাড়ছে নগদ

বাজারে নগদ লেনদেনের পরিমাণ কমানোই ছিল নোটবন্দির অন্যতম উদ্দেশ্য। ডিজিটাল লেনদেন বাড়ানোও ছিল নোটবন্দির উদ্দেশ্য। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, নোটবন্দির পর বাজারে নগদের জোগান বেড়েছে অনেকটাই। কেন্দ্রীয় ব্যাঙ্কের পরিসংখ্যান বলছে, ২০১৬ সালের ৪ নভেম্বর (নোটবন্দির চার দিন আগে) ভারতে জনতার হাতে নগদ ছিল ১৭.৭ লক্ষ কোটি টাকা। আর গত বছরের ২১ অক্টোবরে তার পরিমাণ দাঁড়িয়েছিল ৩০.৮৮ লক্ষ কোটি টাকা। শুধু তাই নয়, আরবিআই-এর তথ্য অনুসারে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর বাজারে নগদের পরিমাণ পৌঁছেছে ৩২.৪২ লক্ষ কোটি টাকায়। তবে নোট বাতিলের পরপরই,২০১৭ সালের ৬ জানুয়ারি নগদের পরিমাণ প্রায় ৯ লক্ষ কোটি টাকার সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল। উল্লেখযোগ্য ভাবে, গত বছরের মে মাসে প্রকাশিত আরবিআই রিপোর্টে বলা হয়েছে, ২০২১-’২২ অর্থবর্ষে ৫০০ টাকার জাল নোটে ১০১.৯ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। ২০০০ টাকার জাল নোটের বৃদ্ধি ৫৪.১৬ শতাংশ। এ ছাড়াও ৫০০, ২০০০ টাকার জাল নোট এবং ১০, ২০, ২০০ টাকার জাল নোটের মধ্যে ব্যবধান অনেক বেশি।

আরও পড়ুন: নোটবন্দি নিয়ে রায় সুপ্রিম কোর্টের, কী বলল সর্বোচ্চ আদালত

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...