নয়া দিল্লি : এবার একই সময় দুই আলাদা বিশ্ববিদ্যালয় থেকে দুটি ডিগ্রি অর্জন করতে পারবেন শিক্ষার্থীরা। নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়ে দিল ইউজিসি। শিক্ষার্থীরা আসন্ন শিক্ষাবর্ষ ২০২২ থেকে ২০২৩ দুটো ডিগ্রি প্রোগ্রামগুলির জন্য আবেদন করতে সক্ষম হবে।
উল্লেখ্য, আগেই কমিশনের তরফে পাঠানো চিঠিতে বলা হয়েছিল, বর্তমান সময়ে উচ্চ শিক্ষায় পড়ুয়াদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই দূরশিক্ষা কিংবা ওপেন কোর্সের মতো বিষয়গুলি চালু করেছে। পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে অনলাইন কোর্সও চালু হয়েছে। এতে পড়ুয়ারা একাধিক বিষয়ে নিজেদের জ্ঞানের পরিধি বিস্তারের সুযোগ পাচ্ছেন। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একইসঙ্গে একাধিক কোর্স করার বিষয়টি খতিয়ে দেখেছে এবং এই সংক্রান্ত বিষয়ে একটি গাইডলাইন তৈরি করেছে। চিঠিতে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে বলা হয়েছে, পড়ুয়াদের স্বার্থের কথা মাথায় রেখে এই গাইডলাইন দ্রুত কার্যকর করার জন্য।
সাম্প্রতিক নির্দেশিকায় বলা হয়েছে, ‘সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এমন একটি পদ্ধতি তৈরি করার কথা বলা হয়েছিল, যার মাধ্যমে পড়ুয়ারা একইসঙ্গে দুটি কোর্স করতে পারেন। আবার সেই অনুরোধই করা হচ্ছে। এখনও পর্যন্ত এই কাজ না হয়ে থাকলে ছাত্রছাত্রীদের বৃহত্তর স্বার্থে উল্লিখিত স্কিমটির বাস্তবায়ন যেন নিশ্চিত করা হয়।’