সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় মুখ গুঁজে থাকেন? বিনামূল্যে পরিষেবা পান বলেই কি এহেন অভ্যাস? তবে অবশ্যই জেনে রাখুন আসছে নয়া নিয়ম। এবার ফেসবুক, ইন্সটাগ্রাম ব্যবহার করার জন্য গুনতে হবে পকেটের করি। রবিবার এই বড় ঘোষণা করল মেটা।
একটা সময় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন আজীবন ফ্রিতেই ব্যবহার করা যাবে ফেসবুক। কিন্তু সে প্রতিশ্রুতি রাখতে পারলেন না তিনি। অবশেষে জানা গেল ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য লাগবে সাবস্ক্রিপশন।
মার্ক জাকারবার্গ জানান, খুব শীঘ্রই আনা হচ্ছে মেটা ভেরিফাইড পরিষেবা। অর্থাৎ অ্যাকাউন্টে থাকবে ব্লু টিক। আর সে কারণে প্রতিমাসে খরচ বাবদ দিতে হবে টাকা। জানা যাচ্ছে, আপাতত জানানো হয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতিমাসে গুনতে হবে ১১.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় এক হাজার টাকা।
সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি সপ্তাহে আপাতত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু করা হবে। এরপর ধাপে ধাপে পরিষেবা চালু করা হবে আমেরিকা সহ অন্যান্য দেশগুলিতে। ভুয়ো অ্যাকাউন্ট এর সংখ্যা কমাতে এহেন সিদ্ধান্ত মেটা সংস্থার সিইও মার্ক জাকারবার্গের।