Home রাজ্য দঃ ২৪ পরগনা আবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

আবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

0

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: আবারও মিড ডে মিল বিতর্ক। এ বার মিড ডে মিল খেয়ে সুন্দরবনের কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া। সোমবার মিড ডে মিলের খাবারে দেওয়া হয়েছিল মাংসের ঝোল আর ভাত। খাবার খেয়ে অসুস্থ অনেক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের নকুল সহদেব হাইস্কুলে।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিডে মিলে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছিল বাসি মাংস। গোটা ঘটনায় অভিভাবকদের অভিযোগের তীর স্কুলের প্রধান শিক্ষকের দিকে। অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়াকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি এ দিন জানান।

এমনকী খাবারের মধ্যে কেরোসিনের গন্ধ ছিল বলেও অভিযোগ করেন অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা। গত মাসেই স্কুলের মিড ডে মিলে সপ্তাহে একদিন মাংস দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। সেইমতো স্কুলের মেনুতে সোমবার মাংস, ভাত পরিবেশন করা হয়।

অসুস্থ পড়ুয়াদের জামতলার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, কেউ তেমন গুরুতর অসুস্থ হয়নি। ইতিমধ্যে ৮২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিছুজনকে পর্যবেক্ষণের জন্য জামতলার জয়নগর কুলতলির গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তবে স্কুলের অভিভাবকরা জানান, এর আগেও এই স্কুলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এ দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version