Homeখবরদেশওম বিড়লা বনাম কে সুরেশ, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোট,...

ওম বিড়লা বনাম কে সুরেশ, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার স্পিকার নির্বাচনে ভোট, জানুন প্রার্থীদের সম্পর্কে

প্রকাশিত

লোকসভা স্পিকার নির্বাচনের জন্য এনডিএ এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। এনডিএ থেকে ওম বিড়লা এবং ইন্ডিয়া ব্লক থেকে কে সুরেশ মনোনয়ন জমা দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং জেপি নাড্ডাসহ এনডিএ প্রার্থী ওম বিড়লার পক্ষে ১০টিরও বেশি মনোনয়ন জমা পড়েছে। অপরদিকে, কংগ্রেস নেতা কে সুরেশের পক্ষে তিনটি মনোনয়ন জমা পড়েছে।

ওম বিড়লা কে?

ওম বিড়লা রাজস্থানের কোটা থেকে নির্বাচিত হয়ে ১৬তম লোকসভায় প্রবেশ করেন। তিনি সংসদের স্থায়ী কমিটি এবং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পিটিশন এবং পরামর্শক কমিটির সদস্য ছিলেন। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে পুনরায় কোটা থেকে নির্বাচিত হয়ে ১৭তম লোকসভায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

কে সুরেশ কে?

কে সুরেশ ইন্ডিয়া ব্লকের বিরোধী প্রার্থী। তিনি কেরালার আটবারের সাংসদ এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী লোকসভার সাংসদ। সুরেশ প্রথম ১৯৮৯ সালে লোকসভায় নির্বাচিত হন এবং তারপরে ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে আদূর থেকে পরপর চারবার নির্বাচিত হন।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে তিনি মাভেলিকারা থেকে তার অষ্টম লোকসভা নির্বাচন জিতেছেন। সুরেশ কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির (KPCC) কার্যনির্বাহী সভাপতি এবং ১৭তম লোকসভায় কংগ্রেস সংসদীয় দলের প্রধান হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ক্ষুব্ধ তৃণমূল

কোনও রকম আলোচনা না করেই কংগ্রেস একক ভাবে সিদ্ধান্ত নিয়েছে স্পিকার প্রার্থী নিয়ে। এই অভিযোগ জানিয়েছে তৃণমূল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশকে স্পিকার পদের মনোনয়ন দেওয়া হয়েছে, বিরোধী জোটের সমস্ত শরিকদের সঙ্গে কথা না বলেই। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি। দুর্ভাগ্যজনক। কিন্তু বলতে বাধ্য হচ্ছি এই সিদ্ধান্ত একতরফা ভাবে নেওয়া হয়েছে।’’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।