Homeখবরদেশএক দেশ, এক নির্বাচন: মন্ত্রীসভায় প্রস্তাব পাস, শীতকালীন অধিবেশনে বিল পেশ করছে...

এক দেশ, এক নির্বাচন: মন্ত্রীসভায় প্রস্তাব পাস, শীতকালীন অধিবেশনে বিল পেশ করছে কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভার নির্বাচন একসঙ্গে করার পথে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা “এক দেশ, এক নির্বাচন” প্রস্তাব অনুমোদন করেছে। শীতকালীন সংসদ অধিবেশনে এই বিল পেশ হতে পারে বলে সূত্রের খবর।

প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ-পর্যায়ের কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বিজেপি ২০১৯ লোকসভা নির্বাচনের ইশতেহারে একসঙ্গে নির্বাচন করানোর প্রতিশ্রুতি দিয়েছিল, এবং সেই লক্ষ্য পূরণের প্রথম ধাপ হিসেবে এই কমিটি গঠন করা হয়।

কমিটির ১৮,৬২৬ পৃষ্ঠার বিশাল আকারের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ধাপে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন একসঙ্গে করানোর কাজ শুরু হবে। এর জন্য সাংবিধানিক সংশোধনের প্রয়োজন, কিন্তু রাজ্যগুলির অনুমোদন প্রয়োজন হবে না। পরবর্তী পর্যায়ে পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচনগুলোকেও একইসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়েছে, যার জন্য অর্ধেকের বেশি রাজ্যের অনুমোদন দরকার হবে।

“এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়নের জন্য ১৮টি সাংবিধানিক সংশোধনের সুপারিশ করেছে কমিটি। সাম্প্রতিক সময়ে, বিজেপি এই নীতির প্রতি তাদের সমর্থন বাড়িয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণেও একে প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন।

প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য অনুযায়ী, “এক দেশ, এক নির্বাচন” বর্তমান সময়ের দাবি। তিনি বলেন, বারবার নির্বাচন দেশের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তিনি দাবি করেছেন যে একসঙ্গে নির্বাচন হলে দেশের বিকাশের পথে সেই বাধা দূর হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি আবারও এই বিষয়ে জোর দিয়ে বলেন, এনডিএ সরকারের বর্তমান মেয়াদকালে “এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়ন করা হবে।

তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দলগুলি। কংগ্রেস, আপ, শিবসেনা (ইউবিটি)-সহ একাধিক দল অভিযোগ করেছে যে, একসঙ্গে নির্বাচন করালে কেন্দ্রে শাসকদল লাভবান হবে। অন্যদিকে, এনডিএ-র সহযোগী দলগুলি যেমন জেডিইউ ও চিরাগ পাসওয়ানের দল এই প্রস্তাবকে সমর্থন করেছে।

কেন্দ্রের মতে, “এক দেশ, এক নির্বাচন” বাস্তবায়িত হলে, প্রায় সব স্তরের নির্বাচন একত্রিত করা সম্ভব হবে, যার ফলে নির্বাচনী খরচ কমানো, বারবার নির্বাচনের কারণে প্রশাসনিক কার্যকলাপ ব্যাহত হওয়া থেকে বিরত থাকা এবং সরকারগুলির পূর্ণমেয়াদি উন্নয়নমূলক কাজ করার সুযোগ তৈরি হবে।

এখন দেখার বিষয়, এই বিল শীতকালীন অধিবেশনে সংসদে পাস হয় কি না এবং বিরোধী দলগুলি এর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।