Homeখবরদেশচুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর: পাঁচ বছর নয়, এক বছর কাজেই মিলবে গ্র্যাচুইটি

চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর: পাঁচ বছর নয়, এক বছর কাজেই মিলবে গ্র্যাচুইটি

বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের। পাঁচ বছরের বদলে এক বছর কাজ করলেই মিলবে গ্র্যাচুইটি। ছুটি, চিকিৎসা ও সামাজিক সুরক্ষাতেও স্থায়ী কর্মীদের সমান সুবিধা।

প্রকাশিত

চুক্তিভিত্তিক বা ফিক্সড টার্ম কর্মীদের জন্য বড় সুখবর দিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এত দিন পাঁচ বছর কাজের পর গ্র্যাচুইটি পাওয়ার যে নিয়ম ছিল, তা বদলে শুক্রবার, ২১ নভেম্বর শ্রম মন্ত্রকের জারি করা নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—এখন থেকে এক বছর কাজ করলেই কর্মীরা গ্র্যাচুইটির সুবিধা পাবেন। বেসরকারি সংস্থা সহ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এটি একটি বড় আর্থিক সুরক্ষা বলেই মনে করা হচ্ছে।

নতুন বিজ্ঞপ্তিতে শুধু গ্র্যাচুইটি নয়, আরও একাধিক সুবিধা সমানভাবে চুক্তিভিত্তিক কর্মীদের দেওয়ার কথা বলেছে কেন্দ্র। ছুটি, চিকিৎসা সংক্রান্ত সুবিধা এবং সামাজিক সুরক্ষার ক্ষেত্রে ফিক্সড টার্ম এমপ্লয়িজ়দের স্থায়ী কর্মীদের সমান অধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে আর্থিক বৈষম্য কমবে বলে মনে করছে কেন্দ্র।

এই বিষয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, “নতুন শ্রম বিধির আওতায় মোদী সরকার একাধিক গ্যারান্টি দিচ্ছে। এর মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ে ন্যূনতম বেতন দেওয়া, যুবক-যুবতীদের নিয়োগপত্র প্রদান, মহিলা কর্মীদের সমবেতন ও সম্মান নিশ্চিত করা, ৪০ কোটি শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং ৪০ বছরের বেশি বয়সি কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা।”

এ ছাড়াও অতিরিক্ত সময় কাজ করলে দ্বিগুণ বেতন দেওয়ার নির্দেশ দিয়েছে শ্রম মন্ত্রক। বিপজ্জনক ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের জন্য ১০০ শতাংশ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে। এত দিন শ্রম আইনের ২৯টি পৃথক বিধি থাকায় নানা জটিলতা তৈরি হত। তা সরলীকরণ করে পাঁচ বছর আগে সংসদে পাশ করা চারটি শ্রম বিধির মধ্যেই সব একত্রিত করা হয়েছে। নতুন নিয়মে বেতন বিধি, শিল্প সংক্রান্ত বিধি, সামাজিক সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা-স্বাস্থ্য ও কর্মপরিবেশের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

কিন্তু ঠিক কী এই গ্র্যাচুইটি? দীর্ঘদিন একই সংস্থায় কাজ করার স্বীকৃতি হিসেবে কর্মীকে এককালীন অর্থসাহায্য দেওয়াই গ্র্যাচুইটি। এত দিন কমপক্ষে পাঁচ বছর চাকরি করলে তবেই এই অর্থলাভ করা যেত। চাকরি বদল, অবসর বা পদত্যাগ—সব ক্ষেত্রেই গ্র্যাচুইটি মিলত। এবার সেই সময়সীমা কমিয়ে এক বছরে নামিয়ে আনা হল।

গ্র্যাচুইটি আইনের আওতায় কারখানা, খনি, তেলক্ষেত্র, বন্দর, রেল পরিষেবা সহ সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার বহু ক্ষেত্র অন্তর্ভুক্ত। ফলে এই নিয়ম কার্যকর হলে দেশের বিপুল সংখ্যক কর্মী সরাসরি উপকৃত হবেন।

কর্মীদের আর্থিক সুরক্ষা বাড়াতে নতুন এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।