Homeখবরদেশপহেলগাঁওয়ের প্রত্যাঘাত: বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের, পাক ‘নির্বিচার’ গোলাবর্ষণে মৃত...

পহেলগাঁওয়ের প্রত্যাঘাত: বেছে বেছে জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের, পাক ‘নির্বিচার’ গোলাবর্ষণে মৃত ৩ নাগরিক

প্রকাশিত

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু। সেই হামলার পর প্রথম প্রত্যাঘাত হানল ভারত। বুধবার ভোররাতে ‘অপারেশন সিন্দুর’ নামের এক সাঁড়াশি অভিযানে পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গিঘাঁটিতে মিসাইল হামলা চালাল ভারতীয় সেনা। অভিযানে ব্যবহৃত হয় রাফাল যুদ্ধবিমান, স্ক্যাল্প ক্রুজ মিসাইল ও হ্যামার বোমা। ভারতের এই হামালয় অন্তত ৮০ জন জঙ্গি মারা গিয়েছে বলে সূত্র উদ্ধৃত করে দাবি করে করেছে ইন্ডিয়া টুডে

প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, “এই হামলা ছিল নিয়ন্ত্রিত, পরিকল্পিত এবং উত্তেজনা না বাড়ানোর মতো। কোনও পাক সেনা ঘাঁটিতে আঘাত হানা হয়নি।”

জবাবে পাকিস্তান রাত ৩টা নাগাদ কুপওয়ারার কর্নাহ সেক্টরে ভারী গোলাবর্ষণ শুরু করে। এতে প্রাণ হারান তিন নিরীহ ভারতীয় নাগরিক। ভারতীয় সেনা জানায়, “অযাচিত ও নির্বিচার গোলাবর্ষণে ৩ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনাও উপযুক্ত জবাব দিচ্ছে।

সূত্রের খবর, সীমান্তের একাধিক জায়গায় এখনও ভারী গোলাবর্ষণ চলছে। কুপওয়ারার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে, বাঙ্কারে চলে গিয়েছেন।

সরকারের তরফে জানানো হয়েছে, ‘অপারেশন সিন্দুর’ চালানো হয়েছে সেই সমস্ত এলাকা লক্ষ্য করে, যেখান থেকে ভারতে হামলার ছক কষা হচ্ছিল। টার্গেট করা হয় জইশ-ই-মহম্মদের ঘাঁটি বাহাওয়ালপুর, লস্কর-ই-তইবার সদর দফতর মুরিদকে, এবং আরও কয়েকটি স্থান—চাক অমরু, গুলপুর, ভিম্বার, কোটলি, সিয়ালকোট, বাগ, এবং মুজাফফরাবাদ।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স-এ লেখেন, “ভারত মাতা কি জয়!” সেনার এক পোস্টে লেখা হয়, “ন্যায় প্রতিষ্ঠিত হল। জয় হিন্দ।”

অন্যদিকে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলাকে “যুদ্ধ ঘোষণা” বলে বর্ণনা করেছেন এবং পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছেন। পাকিস্তানের দাবি, হামলায় নারী-শিশু সহ বহু নাগরিক নিহত হয়েছেন।

পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ায় জম্মু, শ্রীনগর, লেহ, ধর্মশালা, অমৃতসর—এই সমস্ত বিমানবন্দরে সমস্ত বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। শ্রীনগর বিমানবন্দর থেকে আজ কোনও বেসামরিক বিমান চলবে না। উপত্যকার কিছু এলাকায় স্কুল-কলেজও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত সরকার আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, সৌদি আরবের মতো বড় শক্তিধর দেশগুলিকে ব্রিফ করেছে। হোয়াইট হাউস সূত্রে খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে “একটি লজ্জাজনক পরিণতি” বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন, “আমি জানতাম কিছু একটা ঘটবে।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...