Homeখবরদেশ'সত্য খুঁজতে' মণিপুরে বিরোধী জোটের ২১ প্রতিনিধি, পাল্টা বিজেপি-র

‘সত্য খুঁজতে’ মণিপুরে বিরোধী জোটের ২১ প্রতিনিধি, পাল্টা বিজেপি-র

প্রকাশিত

শনিবার মণিপুরে বিরোধী জোটের ১৬টি দলের ২১ জন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল। দীর্ঘদিন ধরে হিংস কবলিত রাজ্যের পরিস্থিতি মূল্যায়নে বিরোধীদের এই মণিপুর সফর।

কেন মণিপুর সফর

কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে, “১৬ টি দলের নেতারা ‘ক্ষতিগ্রস্ত’ এলাকা পরিদর্শন করবেন। দুটি ত্রাণ শিবিরও পরিদর্শন করবেন তাঁরা। কুকি-মেইতেই, উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে কথা বলবেন। পরিস্থিতির মূল্যায়ন করবেন”।

শনি ও রবিবার দুই দিনের মণিপুর সফরে বিরোধী জোটের প্রতিনিধিরা। প্রতিনিধি দল একাধিক এলাকা ঘুরে দেখে পরিস্থিতির পর্যালোচনা করবে এবং তারপর সমাধানের জন্য সরকার ও সংসদে সুপারিশ জানাবেন।

প্রতিনিধি দলের সদস্য কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেছেন, ” আমরা মণিপুরে যাচ্ছি সত্য খুঁজে বের করতে এবং সেই সত্য সংসদের সামনে তুলে ধরব”। তৃণমূলের সুস্মিতা দেব বলেন, “সরকার ব্যর্থ হয়েছে, তাই আমরা সেখানে গিয়ে দেখতে চাই কী সমাধান পাওয়া যায়।” আরজেডির মনোজ ঝা-র কথায়, “মণিপুরের কথা শোনা দরকার। আমরা মণিপুরের মানুষের কথা শোনার এবং তাঁদের পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।”

কারা রয়েছেন প্রতিনিধি দলে

প্রতিনিধি দলে রয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, ফুলোদেবী নেতাম, কে সুরেশ, তৃণমূলের সুস্মিতা দেব, আপ থেকে সুশীল গুপ্ত, শিবসেনা (ইউবিটি) থেকে অরবিন্দ সাওয়ন্ত, ডিএমকে থেকে কানিমোঝি করুণানিধি, জেডি (ইউ) নেতা রাজীব রঞ্জন সিং এবং অনিল প্রসাদ হেগড়ে, সন্তোষ কুমার (সিপিআই), এএ রহিম (সিপিআইএম), মনোজ কুমার ঝা (আরজেডি), জাভেদ আলি খান (সমাজবাদী পার্টি), মহুয়া মাজি (জেএমএম), পিপি মহম্মদ ফয়জল (এনসিপি), ইটি মহম্মদ বশীর (আইইউএমএল), এনকে প্রেমচন্দ্রন (আরএসপি), ডি রবিকুমার (ভিসিকে), থিরু থোল থিরুমাবলাভান (ভিসিকে) ) এবং জয়ন্ত সিং (আরএলডি)।

কী বলছে বিজেপি?

বিরোধীদের এই কর্মসূচির তীব্র নিন্দা জানিয়েছে কেন্দ্রের শাসক দল বিজেপি। রাজস্থান ও পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে ফের সরব তারা। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “এটা শুধুমাত্র অপটিক্স। যখন এই ইন্ডিয়া (I.N.D.I.A.) মণিপুর থেকে ফিরে আসবে, তখন আমি অধীররঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি নিজের রাজ্যে (পশ্চিমবঙ্গে) মহিলাদের বিরুদ্ধে অপরাধ সমর্থন করেন কি না”।

আরও পড়ুন: মণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

সাম্প্রতিকতম

দেশের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল ইরানি হেলিকপ্টার

তেহরান: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ানকে নিয়ে একটি হেলিকপ্টার দেশের প্রত্যন্ত...

আইপিএল ২০২৪: এবার ম্যাচ কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস্‌ বনাম আরসিবি

খবর অনলাইন ডেস্ক: এবারের আইপিএল-এ প্লে-অফে কোন চারটে দল খেলবে তা আগেই ঠিক হয়ে...

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং  

খবর অনলাইন ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং।...

মৃণাল সেনের ‘কোরাস’ এবং কিছু কথা

পঙ্কজ চট্টোপাধ্যায় না, তখনও তার গ্র‍্যাজুয়েশন শেষ হয়নি। নামমাত্র বোধহয় দুটো টিউশনি করে সে, মানে...

আরও পড়ুন

রাহুল, রাজনাথ, স্মৃতি ইরানির ভাগ্য নির্ধারিত হবে পঞ্চম দফার ভোটে, নজর আর কোন কোন কেন্দ্রের দিকে  

খবর অনলাইন ডেস্ক: সোমবার ২০ মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় যাঁদের ভাগ্য নির্ধারিত হচ্ছে...

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

খবর অনলাইন ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন...