Homeখবরদেশমণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

মণিপুর হিংসার ঘটনায় ৬টি এফআইআর সিবিআই-এর, গ্রেফতার অন্তত ১০

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুর হিংসা মামলায় সুপ্রিম কোর্ট হলফনামা পেশ করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার সকালে স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার মাধ্যমে পেশ করা হলফনামায় এই মামলার বিচার রাজ্যের বাইরে স্থানান্তরের আবেদন জানিয়েছে কেন্দ্র।

সূত্রের মতে, স্বয়ং স্বরাষ্ট্রসচিব এই হলফনামা পেশ করায় একটি বিষয় স্পষ্ট করা হল যে, মামলাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালনা করছে কেন্দ্র। জানা গিয়েছে, গণধর্ষণ মামলা-সহ মণিপুরে দীর্ঘদিন ধরে চলা হিংসার ঘটনা সংক্রান্ত মামলা ছ’মাসের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ চাওয়া হয়েছে হলফনামায়।

উল্লেখযোগ্য ভাবে, গত বুধবার এই মামলায় সিবিআই তদন্তের সুপারিশ করেছিল মণিপুর সরকার। পর দিন, বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো এবং গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের জন্য কর্মী ও প্রশিক্ষণ বিভাগকেও সুপারিশ করা হয়।

জানা গিয়েছে, ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত ছ’টি এফআইআর নথিভুক্ত করে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিয়েছে সিবিআই। মামলায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ভাইরাল ভিডিয়োর ঘটনায় সপ্তম এফআইআর নথিভুক্ত করতে প্রস্তুত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, গত ৪ মে রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই মহিলাকে বিবস্ত্র করে হাঁটানো হয় বলে অভিযোগ। তাঁদের একটি মাঠে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলেও দাবি। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে তোলপাড় শুরু হয়।

মূলত রাজ্যের বিভিন্ন এলাকায় জনজাতি গোষ্ঠীভুক্ত কুকিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের সংঘর্ষ শুরু হয়। দু’সম্প্রদায়েরই বহু মহিলা নির্যাতনের শিকার হন বলে অভিযোগ। সূত্রের খবর, কুকি এবং মেইতেই সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছে কেন্দ্র। প্রতিটি সম্প্রদায়ের সঙ্গে ছয় দফা আলোচনা হয়েছে। মেইতেই এবং কুকি উভয় গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে মণিপুরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে কেন্দ্রের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কুকি এবং মেইতেইদের মধ্যে একটি বাফার জোন তৈরি করা হয়েছে।

কেন্দ্রের দাবি, মণিপুরে অতিরিক্ত ৩৫ হাজার বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ১৮ জুলাইয়ের পর থেকে আর তেমন কোনো বড়োসড়ো হিংসার ঘটনা ঘটেনি। মণিপুরের উপর তীক্ষ্ণ নজর রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। প্রতিদিনই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে মণিপুর সম্পর্কে তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাব নেই। খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রয়েছে। বিপুল সংখ্যক সরকারি কর্মচারী কাজে ফিরছেন এবং স্কুলগুলিও আবার চালু হচ্ছে।

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?