Homeখবরদেশপাকিস্তানের আকাশসীমা বন্ধ: আন্তর্জাতিক রুটে বড় প্রভাব, বাড়ছে ভাড়া ও সময়, এয়ার...

পাকিস্তানের আকাশসীমা বন্ধ: আন্তর্জাতিক রুটে বড় প্রভাব, বাড়ছে ভাড়া ও সময়, এয়ার ইন্ডিয়া-ইন্ডিগোর সতর্কতা

প্রকাশিত

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর কূটনৈতিক টানাপোড়েনের জেরে পাকিস্তান বৃহস্পতিবার একটি কড়া সিদ্ধান্ত নেয়—ভারতীয় বা ভারত-পরিচালিত সমস্ত বিমান সংস্থার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর ফলে আন্তর্জাতিক উড়ান পরিষেবা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।

এয়ার ইন্ডিয়া তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (পূর্বতন টুইটার)-এ জানিয়েছে, “বর্তমান পরিস্থিতির কারণে উত্তর আমেরিকা, ইউকে, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে আমাদের একাধিক ফ্লাইট বিকল্প ও দীর্ঘ পথ দিয়ে চালানো হবে। যাত্রীদের যথাযথ পরিকল্পনা ও ধৈর্যের অনুরোধ করা হচ্ছে।”

ইন্ডিগোও তাদের যাত্রীদের উদ্দেশে একটি ট্র্যাভেল অ্যাডভাইসরি জারি করে জানায়, “পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচিতে প্রভাব পড়তে পারে। আমরা যাত্রীদের অসুবিধা কমানোর চেষ্টা করছি।”

এই নিষেধাজ্ঞার ফলে দিল্লি, লখনউ, আমৃতসর সহ উত্তর ভারতের একাধিক শহর থেকে বিদেশগামী বিমানের রুট দীর্ঘ হয়ে পড়বে। ফলে সময় বাড়বে ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা পর্যন্ত এবং টিকিটের দাম ৮–১২ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে অনুমান করছে উড়ান সংস্থাগুলি।

পহেলগাঁও হামলার প্রতিক্রিয়া:

২২ এপ্রিল, মঙ্গলবার, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওর কাছে বৈসারণ মে়ডোতে এক দল পর্যটকের ওপর অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গুলি চালায়। এই ঘটনায় ২৬ জন প্রাণ হারান, যাঁদের বেশিরভাগই পর্যটক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার নিন্দা করে বলেন, “এই বর্বরতার জবাব দেবে ভারত। যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে।”

এই ঘটনাকে কেন্দ্র করেই কূটনৈতিক টানাপোড়েন চরমে পৌঁছেছে। ভারত একাধিক প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ নিয়েছে—ইন্দাস জলের চুক্তি স্থগিত, পাকিস্তানি সামরিক দূতাবাস কর্মীদের বহিষ্কার, ও অটারি সীমান্তের ট্রানজিট বন্ধ করে দেওয়া হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।