Homeখবরদেশসংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি...

সংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই, পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল

প্রকাশিত

নয়াদিল্লি: সংসদের বর্ষাকালীন অধিবেশন (Parliament Monsoon Session 2023) শুরু হবে আগামী ২০ জুলাই। অধিবেশনের তারিখ অনুমোদন করল সংসদীয় বিষয়ক মন্ত্রিসভা কমিটি (CCPA)। অধিবেশনের তারিখ নির্ধারণে কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানা গিয়েছে, বাদল অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সংক্রান্ত একটি বিল পেশ করতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।

বৈঠকের সিদ্ধান্তের পর সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইটারে লেখেন, “সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই, ১১ আগস্ট পর্যন্ত চলবে। ২৩ দিন ধরে চলা এই অধিবেশনে মোট ১৭টি বৈঠক হবে। অধিবেশন চলাকালীন সংসদের আইন প্রণয়ন ও অন্যান্য কাজে গঠনমূলকভাবে অবদান রাখার জন্য আমি সব দলের প্রতি আহ্বান জানাই।”

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আগত বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত একটি বিল পেশ করতে পারে কেন্দ্র। গত মঙ্গলবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে জোরালো সওয়াল করেন। তিনি দাবি করেন, সংবেদনশীল ইস্যুতে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে উস্কে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, আইন মন্ত্রক ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু করেছে। এ ব্যাপারে আগামী ৩ জুলাই আইন কমিশন এবং আইন মন্ত্রকের প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটি। একটি অভিন্ন দেওয়ানি বিধির বিষয়ে অংশীদারদের মতামত চেয়ে কমিশনের জারি করা সাম্প্রতিক নোটিশে এমনটাই জানা গিয়েছে।

জানা গিয়েছে, আইন কমিশন কিছুদিন আগেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ নাগরিকদের মতামত জানতে চেয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত, গণবিজ্ঞপ্তিতে প্রায় সাড়ে ৮ লক্ষ প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। সেখান থেকে আইন কমিশন কী তথ্য পেল সেটা খতিয়ে দেখতে চায় সংসদ বিষয়ক এবং আইন বিষয়ক স্থায়ী কমিটি।

অন্য দিকে, সংসদ অধিবেশনের আগে কংগ্রেসও প্রস্তুতি শুরু করেছে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের পর থেকেই কেন্দ্রকে আক্রমণ করছে কংগ্রেস। এমন পরিস্থিতিতে সংসদে এ ইস্যুতে কংগ্রেসের অবস্থান অনুমান করা যায়। বাদল অধিবেশন নিয়ে শনিবার কংগ্রেস সংসদীয় কমিটির (CPC) বৈঠকে বসছে। ১০ জনপথে এই বৈঠক ডাকা হয়েছে।

আরও পড়ুন: পয়লা তারিখে এলপিজির দাম সংশোধন, জানুন কত টাকায় বিক্রি হচ্ছে ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।