Homeখবরদেশবিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার, হট্টগোল দিল্লি বিমানবন্দরে

বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার, হট্টগোল দিল্লি বিমানবন্দরে

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতাকে গ্রেফতার। রায়পুরে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে যোগ দিতে যাচ্ছিলেন পবন খেরা। দিল্লি বিমানবন্দরে রায়পুরগামী বিমান থেকেই নামিয়ে দেওয়া হয় এআইসিসির অন্যতম মুখপাত্র পবনকে। সূত্রের খবর, অসমের ডিমা হাসাও জেলার হাফলং থানায় তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, এ দিন সকাল সকালই দিল্লি বিমানবন্দর থেকে পবন খেরা-সহ একাধিক নেতা ইন্ডিগোর একটি বিমানে করে ছত্তীসগঢ়ের উদ্দেশে রওনা দিচ্ছিলেন। সেই সময়েই খেরাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পবনকে বিমান থেকে বার করে দেওয়ার পর ওই বিমানেই পবনের সহযাত্রী কংগ্রেস নেতারাও নীচে নেমে আসেন। প্রতিবাদ করেন পবনের সহযাত্রী সুপ্রিয়া শ্রীনতে-সহ অন্যান্যরা। বিমানবন্দরের টারম্যাকের কাছে ওই বিমানের সামনে বসেই ধর্না শুরু করেন তাঁরা। স্লোগান ওঠে, ‘বিজেপি হায় হায়’। এই ঘটনাকে ঘিরে দিল্লি বিমানবন্দরে হট্টগোল শুরু হয়ে যায়।

দিল্লি পুলিশ জানিয়েছে, অসম পুলিশের কাছ থেকে পবনকে থামানোর অনুরোধ পাওয়ার পরে তাঁকে দিল্লি বিমানবন্দরে একটি বিমানে উঠতে বাধা দেওয়া হয়েছিল। অন্য দিকে পবন বলেন, ‘‘আমাকে বলা হয়, আমার লাগেজ নিয়ে কিছু সমস্যা হয়েছে। তাই আমাকে নীচে নামতে হবে। অথচ, আমার লাগেজ বলতে একটা মাত্র হাতব্যাগ! ওরা আমাকে জানান, আমি বিমানে বসতে পারব না। আমার সঙ্গে ডিসিপি দেখা করবেন। আমি এখানে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। এখানে আইন শৃঙ্খলার কোনো বালাই নেই।’’

জানা গিয়েছে, পবন খেরাকে আজ দিল্লির আদালতে পেশ করা হবে এবং ট্রানজিট রিমান্ডে অসমে নিয়ে যাওয়া হবে। অসম পুলিশের এক মুখপাত্র জানান, রাজ্য পুলিশের একটি দল পবনকে ফেরত আনতে ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ক্রমশ অবনমন, এ বার শীর্ষ ২৫ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।