Homeখবরদেশপাইলট প্রশিক্ষণে বেনিয়ম, টাটা গ্রুপের এয়ার এশিয়াকে আর্থিক জরিমানা

পাইলট প্রশিক্ষণে বেনিয়ম, টাটা গ্রুপের এয়ার এশিয়াকে আর্থিক জরিমানা

প্রকাশিত

পাইলটদের প্রশিক্ষণ সম্পর্কিত কিছু নিয়ম লঙ্ঘনের জন্য শনিবার টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার এশিয়া ইন্ডিয়াকে (AirAsia India) ২০ লক্ষ টাকা জরিমানা করেছে বিমান নিরাপত্তা নিয়ন্ত্রক ডিজিসিএ (DGCA)। একই সঙ্গে আটটি মনোনীত পরীক্ষককে ৩ লক্ষ টাকা জরিমানা করার পাশাপাশি তিন মাসের জন্য এয়ারলাইনের প্রধান প্রশিক্ষককে নিজের পদ থেকে অপসারণের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পাইলটের দক্ষতা যাচাই এবং যান্ত্রিক রেটিং পরীক্ষার ক্ষেত্রে এয়ার এশিয়া ইন্ডিয়া বিমান চলাচলের নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। টাটা গ্রুপের বিমান সংস্থার বিরুদ্ধে এক মাসেরও বেশি সময়ে এটা তৃতীয় কোনো পদক্ষেপ। এয়ার এশিয়া ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, তারা ডিজিসিএ-র নির্দেশ পর্যালোচনা করছে এবং এর বিরুদ্ধে আবেদন জানানোর পরিকল্পনাও রয়েছে তাদের।

এয়ারএশিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, “আমরা স্বীকার করছি যে ২০২২ সালের নভেম্বরে পাইলট প্রশিক্ষণ অনুশীলনে কিছু সমস্যা নজরে পড়েছিল। ডিজিসিএ-এর সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক সংশোধনমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তবে ফাঁকফোকর মিটিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম আমরা”।

বলে রাখা ভালো, এয়ার এশিয়ার সমস্ত মনোনীত পরীক্ষকদের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল ডিজিসিএ। কেন বেঁধে দেওয়া বিধি না মানার জন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে না, সেটা জানতে চেয়েই লিখিত জবাব চাওয়া হয়েছিল। সেই জবাব খতিয়ে দেখার পরই জরিমানা ও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এয়ার এশিয়া কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছেন, “আমরা আবারও বলতে চাই যে আমাদের কাজকর্মের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার মান থেকে আমাদের কোনো বিচ্যুতি ঘটেনি। তবুও, আমরা নিয়ন্ত্রক সংস্থার আদেশ পর্যালোচনা করছি এবং এ ব্যাপারে আবেদন জানানোর কথাও বিবেচনা করছি”।

আরও পড়ুন: এক রাতে তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি, ঠাণ্ডা আমেজ আর কদ্দিন?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

কালীপুজো-দীপাবলিতে আকাশ থাকবে পরিষ্কার, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কালীপুজো ও দীপাবলিতে রাজ্যের আকাশ থাকবে পরিষ্কার, নেই বৃষ্টির সম্ভাবনা। তবে সপ্তাহান্তে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।