Homeখবরদেশবিভেদ তৈরির চেষ্টা, বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

বিভেদ তৈরির চেষ্টা, বিবিসি-র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে সতর্কতা প্রধানমন্ত্রী মোদীর

প্রকাশিত

নয়াদিল্লি: দেশে বিভেদের বীজ বপন এবং বিভাজন তৈরির চেষ্টার বিরুদ্ধে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি জোরের সঙ্গে বলেন, ভারতের মাটিতে এই ধরনের প্রচেষ্টা কোনো দিনই সফল হবে না।

এ দিন ন্যাশনাল ক্যাডেট কোর-এর (NCC)-এর সমাবেশে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ভারতের জন্য ঐক্যের মন্ত্রই মহত্ত্ব অর্জনের একমাত্র উপায়। দেশের তরুণদের জন্যই সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে আছে। অন্য দিকে, ডিজিটাল, স্টার্ট-আপ এবং উদ্ভাবনী বিপ্লবের সূচনা করে দেশের তরুণদের জন্য সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাঁর সরকার।

সাধারণতন্ত্র দিবস উদযাপনে অংশ নেওয়া এনসিসি ক্যাডেটদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “ভারতের যুব সমাজের জন্য এখন নতুন সুযোগ এসেছে। যাবতীয় দিক থেকে স্পষ্ট যে এখন ভারতের ‘সময়’ এসেছে”।

পাশাপাশি বিভাজন সৃষ্টির অপকৌশল নিয়েও কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। যদিও নিজের বক্তৃতার কোনো অংশেই বিবিসি (BBC)-র তৈরি ‘দ্য মোদী কোয়েশ্চেন’ ডকুমেন্টারির নাম নেননি। তবে এই তথ্যচিত্র নিয়ে যে বিতর্কের ঝড় বয়ে চলেছে, সেই আবহেই তিনি বলেন, “দেশ বিভাজন করার জন্য একের পর এক অজুহাত খোঁজা হচ্ছে। ভারতমাতার সন্তানদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু, মায়ের দুধের ভাগ করা যায় না”। একই সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, “এমন চেষ্টা সত্ত্বেও, ভারতের জনগণের মধ্যে কখনও বিভেদ সৃষ্টি করা যাবে না”।

প্রসঙ্গত, ‘দ্য মোদী কোয়েশ্চেন’ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল কেন্দ্রীয় সরকার। দু’দশক আগে গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় গোধরা-কাণ্ড এবং তার পরবর্তী সাম্প্রদায়িক হিংসার কথা তুলে ধরা হয়েছে এক ঘণ্টার ওই তথ্যচিত্রে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে বিবিসি-র ওই তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একদিকে যেখানে জেএনইউ-তে এই ডকুমেন্টারি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেখানে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে এই ডকুমেন্টারি প্রদর্শিত হওয়ার পর দায়ের হয়েছে অভিযোগ।

আরও পড়ুন: সামান্য নামল তাপমাত্রার পারদ, শীতের আমেজ কলকাতায়

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে