Homeখবরদেশবারাণসীতে ৪৫১ কোটি টাকার স্টেডিয়াম, প্রবেশপথ থেকে দর্শকাসনে থাকছে একের পর এক...

বারাণসীতে ৪৫১ কোটি টাকার স্টেডিয়াম, প্রবেশপথ থেকে দর্শকাসনে থাকছে একের পর এক চমক

প্রকাশিত

বারাণসী: শনিবার নিজের সংসদীয় এলাকা বারাণসীতে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সচিন তেন্ডুলকর এবং রবি শাস্ত্রী, সুনীল গাওস্কর, দিলীপ বেঙ্গসরকার, কারসন ঘাউড়ি, মদন লাল, থেকে গুন্ডাপ্পা বিশ্বনাথ, নীতু দিঘে এবং শিবাঙ্গী কুলকার্নি, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সচিব জয় শাহ-সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

ব্যায় প্রায় ৪৫০ কোটি টাকা

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, স্টেডিয়ামের জন্য জমি অধিগ্রহণ করতে ১২১ কোটি খরচ হয়েছে। যেখানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এর নির্মাণে ৩৩০ কোটি টাকা খরচ করবে।

কোথায় গড়ে উঠছে এই স্টেডিয়াম

রাজাতালাব এলাকার রিং রোডের কাছে নির্মিত হচ্ছে স্টেডিয়ামটি। স্টেডিয়াম নির্মাণের জন্য গাঞ্জরী গ্রামের ৩০.৮৬ একর জমি বরাদ্দ করা হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে নির্মাণকাজ হয়ে যাবে।

স্টেডিয়ামের নির্মাণশৈলিতে বিশেষত্ব

এই স্টেডিয়ামে ৩০ হাজারের দর্শকাসন থাকবে। উল্লেখযোগ্য ভাবে, দর্শকাসন, সাংবাদিকদের বসার জায়গা থেকে বাতিস্তম্ভ, নতুন স্টেডিয়ামের অঙ্গে রয়েছে কাশীর ঘাটগুলির ছোঁয়া। দেখা যাবে শিবের হাতের ডুগডুগিও। শিবের ডুগডুগির আদলে তৈরি হবে ভিআইপি গ্যালারি। এর বাতিস্তম্ভ বা ফ্লাডলাইটগুলিকেও শিবের ত্রিশূলের আকারে দেখা যাবে। স্টেডিয়ামের মূল প্রবেশপথটি বেলপাতার আকারে দেখতে হবে।

চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি

বারাণসীতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, এই পরিকল্পনা খেলাধুলোকে জনপ্রিয় করতে এবং নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভাকে সম্মানিত করতে সাহায্য করবে। পাশাপাশি তিনি বলেন, যখন কোনো ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হয়, তখন সেটা শুধুমাত্র তরুণ ক্রীড়া প্রতিভা লালন-পালনের উপর ইতিবাচক প্রভাব ফেলে না বরং স্থানীয় অর্থনীতির জন্যও ভালো।

নতুন ক্রীড়া পরিকাঠামো

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দেশে যে নতুন ক্রীড়া পরিকাঠামো তৈরি হচ্ছে তা মেয়েদের উপকার করবে। এখন মেয়েদের খেলাধুলার জন্য বেশি দূর যেতে হবে না। এর পাশাপাশি যে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে, তাতে খেলাধুলোকেও গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। দেশের সব রাজ্যেই খেলাধুলোর প্রচার হচ্ছে। খেলাধুলোর প্রসারের জন্য উত্তরপ্রদেশকেও হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে”।

আরও পড়ুন: ওড়িশা বিধানসভার প্রথম মহিলা স্পিকার হলেন বিজেডির ৬ বারের বিধায়ক প্রমীলা মল্লিক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।