Homeখবরদেশভারতীয় সংস্কৃতির ‘অক্ষয়বট’ RSS, এক দশক পর নাগপুরে গিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী

ভারতীয় সংস্কৃতির ‘অক্ষয়বট’ RSS, এক দশক পর নাগপুরে গিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-কে ‘ভারতীয় সংস্কৃতির আধুনিক অক্ষয়বট’ হিসেবে অভিহিত করেছেন। RSS-এর প্রতিষ্ঠাতা কেশব বালিরাম হেডগেওয়ার এবং মাধব সদাশিবরাও গোলওয়ালকরের আদর্শকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিকশিত ভারত গঠনের জন্য আমরা তাঁদের নির্দেশনা মেনে চলব। আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এই আই হাসপাতালটি RSS-এর প্রাক্তন প্রধান গোলওয়ালকরের প্রতি উৎসর্গ করা হয়েছে।

তিনি বলেন, “অযোধ্যায় আমি বলেছিলাম, আমরা এমন এক ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করছি যা আগামী এক হাজার বছর শক্তিশালী থাকবে। হেডগেওয়ার ও গুরুজি (গোলওয়ালকর) এর নির্দেশে আমরা বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এগিয়ে যাব।”

RSS-এর ঐতিহ্য এবং সমাজসেবা!

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “RSS কোনও সাধারণ সংগঠন নয়, এটি জাতীয় চেতনার এক শক্তি। শতবর্ষ আগে বপন করা বীজ আজ এক বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছে, যার শাখা প্রশাখায় লক্ষাধিক স্বয়ংসেবক।”

RSS-এর সমাজসেবামূলক কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বনবাসী কল্যাণ আশ্রম, একল বিদ্যালয় এবং সেবা ভারতীর মতো প্রকল্পগুলির মাধ্যমে সংঘ জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রাকৃতিক দুর্যোগের সময়েও RSS কর্মীরা ত্রাণকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জাতীয় সংস্কৃতি এবং মনোবল

প্রধানমন্ত্রী বলেন, “ভারতের সাংস্কৃতিক চেতনা শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট থেকেছে। RSS সেই চেতনাকে বাঁচিয়ে রাখতে নিরন্তর কাজ করছে।” তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার জন্য সন্ত তুকারাম, সন্ত জ্ঞানেশ্বর এবং স্বামী বিবেকানন্দের অবদানকেও স্মরণ করেন।

RSS-এর ভূমিকা নিয়ে মোদী বলেন, “সংঘের মূল ভাবনা হল সমাজের উন্নতি এবং জাতীয় চেতনাকে অটুট রাখা। আমরা যদি আগামী ২৫ বছরে বড় লক্ষ্য পূরণ করতে পারি, তবে আমরা এক শক্তিশালী ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করব।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।