পটনা: জম্মু-কাশ্মীরের পুঞ্চে বৃহস্পতিবার প্রাণঘাতী হামলায় নিহত হন পাঁচজন ভারতীয় সেনা। সেই ঘটনা নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রর। তাঁর অভিযোগ, ওই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে সরকারি “ষড়যন্ত্র”।
সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় বীরেন্দ্র বলেন, “এই ঘটনাটি (পুঞ্চ) পুলওয়ামার মতোই। এতে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন তারা (বিজেপি) হিন্দু-মুসলিম ইস্যু তুলে ধরার চেষ্টা করবে। ঠিক যেমন ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’, বিজেপিও অশান্তি ও লুঠপাটে বিশ্বাস করে”।
তিনি আরও বলেন, “আমাদের সৈন্যদের উপর হামলা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু, কেন্দ্রীয় সরকারকে অভিযোগের জবাব দিতে হবে। আমি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের কাছেও উত্তর চাই, যিনি সপ্তাহখানেকের মধ্যে বিহারে আসছেন। এ রাজ্যে (বিহারে) জায়গা হারাচ্ছে বিজেপি, তাই এখানে অস্থিরতা তৈরি করতে আসছেন তিনি”।
উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে পুঞ্চ হামলার পিছনে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। যে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকরা জেরা করছেন হামলাকারী জঙ্গি সংগঠন ও তাদের সদস্যদের চিহ্নিত করার জন্য।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার জঙ্গিরা ‘রকেট-প্রপেলড গ্রেনেড’ এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে সেনার ট্রাকে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও এক জওয়ান। শহিদ জওয়ানদের নাম – হাবিলদার মনদীপ সিং, সিপাই হরকৃষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং, ল্যান্সনায়েক দেবাশিস।