Homeখবরদেশ'পুঞ্চে হামলা পুলওয়ামার মতোই', সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি বিধায়কের

‘পুঞ্চে হামলা পুলওয়ামার মতোই’, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি বিধায়কের

প্রকাশিত

পটনা: জম্মু-কাশ্মীরের পুঞ্চে বৃহস্পতিবার প্রাণঘাতী হামলায় নিহত হন পাঁচজন ভারতীয় সেনা। সেই ঘটনা নিয়েই চাঞ্চল্যকর অভিযোগ আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রর। তাঁর অভিযোগ, ওই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে সরকারি “ষড়যন্ত্র”।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় বীরেন্দ্র বলেন, “এই ঘটনাটি (পুঞ্চ) পুলওয়ামার মতোই। এতে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এখন তারা (বিজেপি) হিন্দু-মুসলিম ইস্যু তুলে ধরার চেষ্টা করবে। ঠিক যেমন ব্রিটিশদের ‘ডিভাইড অ্যান্ড রুল’, বিজেপিও অশান্তি ও লুঠপাটে বিশ্বাস করে”।

তিনি আরও বলেন, “আমাদের সৈন্যদের উপর হামলা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু, কেন্দ্রীয় সরকারকে অভিযোগের জবাব দিতে হবে। আমি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের কাছেও উত্তর চাই, যিনি সপ্তাহখানেকের মধ্যে বিহারে আসছেন। এ রাজ্যে (বিহারে) জায়গা হারাচ্ছে বিজেপি, তাই এখানে অস্থিরতা তৈরি করতে আসছেন তিনি”।

উল্লেখ্য, পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে পুঞ্চ হামলার পিছনে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের হাত রয়েছে। যে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তাদের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন স্তরের আধিকারিকরা জেরা করছেন হামলাকারী জঙ্গি সংগঠন ও তাদের সদস্যদের চিহ্নিত করার জন্য।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, বৃহস্পতিবার জঙ্গিরা ‘রকেট-প্রপেলড গ্রেনেড’ এবং অ্যাসল্ট রাইফেল নিয়ে সেনার ট্রাকে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। জখম হন আরও এক জওয়ান। শহিদ জওয়ানদের নাম – হাবিলদার মনদীপ সিং, সিপাই হরকৃষণ সিং, ল্যান্সনায়েক কুলবন্ত সিং, সিপাই সেবক সিং, ল্যান্সনায়েক দেবাশিস।

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...