Homeখবরদেশপটনার গান্ধী ময়দান থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার, বিপিএসসি অনিয়ম নিয়ে উত্তাল বিহার

পটনার গান্ধী ময়দান থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার, বিপিএসসি অনিয়ম নিয়ে উত্তাল বিহার

প্রকাশিত

পটনার গান্ধী ময়দানে অনশনরত জন সুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোরকে সোমবার সকালে গ্রেফতার করল পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভোরে তাঁকে অনশনস্থল থেকে সরিয়ে প্রথমে আটক করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ জানিয়েছেন, প্রশান্ত কিশোর ও তাঁর সমর্থকদের আদালতে হাজির করানো হবে।

সমর্থকদের ক্ষোভ

সমর্থকদের দাবি, প্রশান্ত কিশোরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানানো হয়নি। তাঁরা অভিযোগ করছেন, পুলিশের পক্ষ থেকে কোনও তথ্য গোপন করা হচ্ছে। অনশনস্থল থেকে তাঁকে জোর করে একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়। সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পিকে ও তাঁর সমর্থকদের। এমনকি, পুলিশের এক আধিকারিক পিকেকে চড় মেরেছেন বলে অভিযোগ। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিপিএসসি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে অনশন

বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) ৭০তম পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে গত ২ জানুয়ারি থেকে ‘আমরণ’ অনশনে বসেছিলেন প্রশান্ত কিশোর। তাঁর দাবি, পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। এই দাবিতে চাকরিপ্রার্থীদের একাংশ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

পিকের অভিযোগ ও রাজনৈতিক প্রেক্ষাপট

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে বারবার আক্রমণ করে প্রশান্ত কিশোর অভিযোগ করেছেন, বিহারে দীর্ঘ দিন ধরে চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। মুখ্যমন্ত্রী এই ইস্যুতে কোনও পদক্ষেপ নিচ্ছেন না। চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন রাজ্যের অনেক শিক্ষাবিদ এবং বিরোধী নেতারা।

পুলিশি লাঠিচার্জ এবং মামলা

২৯ ডিসেম্বর রাতে গান্ধী ময়দানে চাকরিপ্রার্থীদের জমায়েতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উত্তেজনা ছড়ায়। পুলিশের দাবি, সেই সময় প্রশান্ত কিশোর বিক্ষোভকারীদের উস্কানি দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। এর পর তিনি অনশনে বসেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।