Homeখবরদেশনীতীশ কুমারের পদত্যাগের দাবি প্রশান্ত কিশোরের, মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন

নীতীশ কুমারের পদত্যাগের দাবি প্রশান্ত কিশোরের, মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন

প্রকাশিত

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন রাজনৈতিক কর্মী এবং জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, নিতীশ কুমারের শাসন চালানোর ক্ষমতা কমে গিয়েছে এবং তাকে এখনই পদত্যাগ করা উচিত।

নীতীশের ক্ষমতায় থাকার যুক্তি নেই: প্রশান্ত কিশোর

রবিবার সমস্তিপুরে এক সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর বলেন, “নীতীশ কুমারের স্বাস্থ্য নিয়ে প্রথম মন্তব্য করেছিলেন তারই সহযোগী সুশীল কুমার মোদি। এরপর একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেছেন। আমি জানুয়ারি পর্যন্ত এ নিয়ে কিছু বলিনি।”

তিনি দাবি করেন, যদি কেউ তার বক্তব্যের প্রমাণ চান, তাহলে নিতীশ কুমারকে জিজ্ঞাসা করা উচিত যে তিনি তার মন্ত্রিসভার মন্ত্রীদের নাম বলতে পারেন কি না।

তিনি আরও বলেন, “নীতীশ কুমারের পদত্যাগ করা উচিত। কিন্তু বিজেপিরও সমান দোষ আছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কি জানেন না যে নিতীশ কুমার মানসিকভাবে অক্ষম?”

জাতীয় সঙ্গীত বিতর্কে নতুন সমালোচনা

সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রধান সচিবের সঙ্গে কথা বলছিলেন। এই ভিডিওটি শেয়ার করে রাজদ (RJD) নেতা তেজস্বী যাদব কড়া সমালোচনা করেন।

তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী, অন্তত জাতীয় সঙ্গীতকে অপমান করবেন না। প্রতিদিনই আপনি যুবক, ছাত্র, নারী ও প্রবীণদের অপমান করেন। এবার জাতীয় সঙ্গীত চলাকালীন ইঙ্গিত করা এবং কথা বলা চরম অসম্মানজনক।”

তেজস্বী যাদব আরও বলেন, “আপনি বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ নন। আপনার এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পদে থাকা বিহারের জন্য চিন্তার বিষয়।”

রাজদ প্রধান লালু প্রসাদ যাদবও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “জাতীয় সঙ্গীতের অসম্মান দেশ মেনে নেবে না। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিতীশ কুমারের নেই, এর প্রমাণ কি আরও দরকার?”

বিজেপি ও জেডিইউর প্রতিক্রিয়া

নীতীশ কুমারের স্বাস্থ্যের বিষয়ে সমালোচনার মধ্যেই তার পুত্র নিশান্ত কুমার এবং জনতা দল-ইউনাইটেড (JDU) নেতারা জোর গলায় বলেছেন, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ সুস্থ। নিশান্ত কুমার বলেন, “আমার বাবা ১০০% ফিট এবং আবারও রাজ্য পরিচালনার জন্য সম্পূর্ণ উপযুক্ত।”

এদিকে, রবিবার পাটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাসভবনের সামনে নীতীশ কুমারের বিরুদ্ধে একটি পোস্টার টাঙানো হয়। তাতে লেখা ছিল, “অগম্ভীর মুখ্যমন্ত্রী, জন জন মন অধিনায়ক জয় হে, নাহি কুরসি কুরসি কুরসি কুরসি জয় হে।”

বিহারে চলতি বছরই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে নীতীশ কুমারের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।