Homeখবরদেশধনখড়ের পর রাজ্যসভার বিজেপির বাছাই রাধাকৃষ্ণণ — জাট থেকে এ বার কি...

ধনখড়ের পর রাজ্যসভার বিজেপির বাছাই রাধাকৃষ্ণণ — জাট থেকে এ বার কি দক্ষিণে জোর?

প্রকাশিত

নয়াদিল্লি: দুই বছরেরও বেশি সময় ধরে রাজ্যসভার অধিবেশন পরিচালনার পর জগদীপ ধনখড় হঠাৎই পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণকে সামনে রেখে নিজের পদ থেকে সরে দাঁড়ান তিনি। তবে এনডিটিভির প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, আকস্মিক এই পদত্যাগের নেপথ্যে একাধিক রাজনৈতিক কারণ জড়িয়ে রয়েছে। বিশেষত, বিরোধীদের প্রস্তাবিত বিচারপতি যশবন্ত বর্মার ইমপিচমেন্ট মঞ্জুর করা নিয়ে সরকারকে না জানিয়ে নেওয়া সিদ্ধান্তই বড় ভূমিকা রেখেছে বলে জানা গিয়েছে।

ধনখড়ের পর বিজেপি যে নতুন মুখকে বেছে নিয়েছে, তিনি সিপি রাধাকৃষ্ণণ। রাজনৈতিক মহলের মতে, ধনখড়ের থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের নেতা তিনি। দক্ষিণ ভারতের অভিজ্ঞ এই জনসংঘ–প্রশিক্ষিত রাজনীতিবিদকে বিজেপির কৌশলগত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। ধনখড় যেখানে ছিলেন আইনি ব্যাখ্যা আর তর্কে জড়িয়ে পড়াপ প্রবণতায় পরিচিত, সেখানে রাধাকৃষ্ণণকে শান্ত, সমন্বয়মূলক এবং ভারসাম্যপূর্ণ ব্যক্তি হিসেবেই দেখা হচ্ছে।

২০২২ সালে জাট আন্দোলনের প্রেক্ষিতে ধনখড়কে রাজ্যসভার জন্য মনোনীত করেছিল বিজেপি। বার্তা ছিল স্পষ্ট—কৃষক সমাজের প্রতিনিধিত্ব শাসক দলের মূল স্রোতের অংশ। কিন্তু রাধাকৃষ্ণণের মনোনয়ন বিজেপির দক্ষিণমুখী বিস্তারের রূপরেখা স্পষ্ট করছে। ওবিসি ভোটব্যাঙ্ককে আরও সুসংহত করার কৌশলও এতে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: দ্য বেঙ্গল ফাইল’ বিতর্কে তুঙ্গে, গোপাল ‘পাঠা’র নাতির আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে

রাধাকৃষ্ণন অতীতে তামিলনাড়ুতে ডিএমকে সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অবস্থানকেই সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ গড়ে তুলেছেন তিনি। উদয়নিধি স্ট্যালিনের ‘সনাতন ধর্ম’ বিতর্ক নিয়েও মন্তব্য করেছিলেন, যদিও তা ছিল অনেকটাই নমনীয় ও পরিমিত স্বরে। আবার মহারাষ্ট্রে বিতর্কিত জননিরাপত্তা বিল নিয়ে বিরোধীরা তাঁর কাছে নালিশ জানালেও তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

ধনখড়ের আরএসএস–এর সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল না। বরং তিনি ছিলেন আইনজীবী–রাজনীতিক, যাঁকে অনেকেই প্রয়োজনমাফিক নির্বাচিত মুখ হিসেবেই দেখেছিলেন। অন্যদিকে, রাধাকৃষ্ণন ১৭ বছর বয়স থেকেই আরএসএস ও জনসংঘের সঙ্গে যুক্ত। ফলে তাঁকে বিজেপির মতাদর্শের ভিত থেকে উঠে আসা নেতৃত্ব হিসেবেই দেখা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যসভার কার্যকর পরিচালনা এবং বিরোধী দলের সঙ্গে সমঝোতার প্রয়োজনীয়তার দিক থেকে রাধাকৃষ্ণণ ধনখড়ের তুলনায় উপযুক্ত। একদিকে ধনখড়কে বিরোধীরা পক্ষপাতদুষ্ট ও বিতর্কসন্ধানী হিসেবে দেখেছেন, অন্যদিকে রাধাকৃষ্ণণকে সন্বয়কারী মুখ হিসেবে বিজেপি আনতে চয়েছেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কবে শুরু হবে বিশেষ ও নিবিড় সংশোধন (SIR)? সাংবাদিক বৈঠকে যা জানাল কমিশন

SourceNDTV

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।