Homeখবরদেশকলকাতা বিমানবন্দরে ১০টাকায় মিলবে চা, সৌজন্যে আপ সাংসদ

কলকাতা বিমানবন্দরে ১০টাকায় মিলবে চা, সৌজন্যে আপ সাংসদ

প্রকাশিত

নয়াদিল্লি: কলকাতা বিমানবন্দরে চালু হয়েছে ‘উড়ান যাত্রী ক্যাফে’, যেখানে সস্তায় জল, চা এবং স্ন্যাকস মিলবে। এই উদ্যোগের পেছনে মুখ্য ভূমিকা পালন করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। সংসদে বিমানবন্দরে অতিরিক্ত মূল্যে খাবার ও পানীয় বিক্রির বিষয়টি তোলার পর কেন্দ্র এই উদ্যোগ গ্রহণ করে।

রাঘব চাড্ডা এক বিবৃতিতে জানিয়েছেন, “আমি সংসদে বিষয়টি তুলে ধরেছিলাম এবং সরকারের কাছে বিমানযাত্রা আরও সাশ্রয়ী করার প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছিলাম। কলকাতা বিমানবন্দরে এই ক্যাফে চালু হওয়া একটি বড় পদক্ষেপ। আশা করি, দেশের অন্যান্য বিমানবন্দরও এই উদাহরণ অনুসরণ করবে।”

উড়ান যাত্রী ক্যাফে বর্তমানে একটি পাইলট প্রকল্প হিসাবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে। সাফল্যের পর এটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-এর অধীনস্থ অন্যান্য বিমানবন্দরেও চালু করা হবে বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

সংসদে রাঘব চাড্ডা বলেন, “জলের বোতলের দাম ১০০ টাকা, আর চা ২০০-২৫০ টাকা। সাধারণ যাত্রীদের কথা ভেবে বিমানবন্দরে সাশ্রয়ী মূল্যের ক্যান্টিন চালু করা উচিত।”

তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই বলছেন, এটি সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। লাদাখের কাউন্সিলর কঞ্চক স্তানজিনও চাড্ডার এই বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, শীতকালে দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন লাদাখিদের জন্য বিমানযাত্রার খরচ একটি বড় চ্যালেঞ্জ।

চাড্ডা আরও অভিযোগ করেন, “সরকার বলেছিল, স্যান্ডেল পরা মানুষ বিমানযাত্রা করবে। এখন, যাঁরা বাটার জুতো পরেন, তাঁরাও বিমানের টিকিট কিনতে পারছেন না।” তিনি দিল্লি-মুম্বই এবং দিল্লি-পাটনা রুটের ভাড়া বৃদ্ধি উল্লেখ করে বলেন, এক বছরে ভাড়া ১০,০০০ থেকে ১৪,৫০০ টাকায় পৌঁছেছে।

বিমানবন্দরের উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পূরণে এই পদক্ষেপ একটি ইতিবাচক দিক হিসাবে দেখা হচ্ছে। এখন দেখার, এটি অন্যান্য বিমানবন্দরে কত দ্রুত বাস্তবায়িত হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।