Homeখবরদেশআরজি কর-কাণ্ডে রাহুল গান্ধীর তীব্র প্রতিক্রিয়া, হথরাসের সঙ্গে তুলনা

আরজি কর-কাণ্ডে রাহুল গান্ধীর তীব্র প্রতিক্রিয়া, হথরাসের সঙ্গে তুলনা

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দেশজুড়ে চলা প্রতিবাদের মধ্যে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তীব্র প্রতিক্রিয়া জানালেন। বুধবার এক্স হ্যান্ডলে একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘটনার নিন্দা করেন এবং রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।

রাহুল গান্ধী এক্স পোস্টে লেখেন, “কলকাতায় এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের জঘন্য ঘটনায় গোটা দেশ হতবাক। যে ভাবে তাঁর উপর নৃশংস অত্যাচার চালানো হয়েছে, তা চিকিৎসক সমাজ এবং নারীদের মধ্যে নিরাপত্তাহীনতার চরম উদ্বেগ তৈরি করেছে।” তিনি আরও লেখেন, “ন্যায়বিচার নিশ্চিত না করে অভিযুক্তকে রক্ষার চেষ্টা স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে। এই ঘটনার পর অভিভাবকেরা কীভাবে তাঁদের মেয়েকে মেডিক্যাল কলেজে পড়তে পাঠাবেন, তা নিয়ে ভাবতে বাধ্য হয়েছি।”

রাহুল গান্ধী নির্যাতিতার পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে বলেন, “এই অসহনীয় যন্ত্রণার সময় আমি নিহতের পরিবারের পাশে আছি। প্রতিটি পরিস্থিতিতে তাদের ন্যায়বিচার পাওয়া উচিত এবং অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত, যা সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে।”

প্রসঙ্গত, এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা বঢরা এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন, তবে তিনি রাজ্য সরকার বা পুলিশ প্রশাসনকে সরাসরি আক্রমণ করেননি। রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়া সেই দিক থেকে উল্লেখযোগ্য।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...