Homeখবরদেশমমতার সঙ্গে দারুণ সম্পর্ক, তৃণমূলকে ফের এক বার জোরালো জোটবার্তা রাহুলের

মমতার সঙ্গে দারুণ সম্পর্ক, তৃণমূলকে ফের এক বার জোরালো জোটবার্তা রাহুলের

প্রকাশিত

কলকাতা: বাংলায় কংগ্রেস-তৃণমূলের চাপান-উতোরের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার অসমের রাজধানী গুয়াহাটি থেকে ফের বাংলায় জোট সম্ভাবনায় নতুন করে ‘অক্সিজেন’ দিলেন রাহুল স্বয়ং।

বিজেপি-বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের সদস্য দলগুলির মধ্যে ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে এখনও। তবে এ ব্যাপারে রাহুলের সাফ কথা, ইন্ডিয়া জোটে কোনও সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দলগত এবং ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো।

জোটের অন্যতম দল কংগ্রেসের ‘মর্জি’ নিয়ে গত সোমবারই ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। মঙ্গলবার রাহুলকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানিয়ে দেন, ‘‘আমাদের যে আসন বোঝাপড়ার প্রক্রিয়া রয়েছে, তা চলছে। তার ফলাফল আসবে। ওই বিষয়ে আমি এখানে কোনও মন্তব্য করব না।’’

পাশাপাশি মমতার মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত ও দলের সম্পর্ক (রিস্তা) খুবই ভালো।’’ দু’দলের নেতৃত্বের একে অপরের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতার বক্তব্য, “কখনও ওদের নেতা কিছু বলছেন, কখনও আমাদের নেতা কিছু বলছেন, এমন হয়েই থাকে। এতে জোটের ওপর কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না।”

সবমিলিয়ে বাংলায় জোটপ্রক্রিয়ায় নতুন করে গতি এনে দিলেন রাহুল স্বয়ং। কিন্তু এখনও আটকে রয়েছে আসন ভাগাভাগি। এ প্রসঙ্গে তিনি জানান, আলোচনা চলছে। শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ঘিরে উত্তপ্ত গুয়াহাটি, রাহুলের বিরুদ্ধে এফআইয়ের নির্দেশ হিমন্তর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...