রবিবার (২১ জানুয়ারি) কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় হামলা চালানোর অভিযোগ। সংবাদ সংস্থা এএনআই-এর প্রকাশিত একটি ভিডিয়োতে দেখা যায়, ‘ভারত জোড়ো যাত্রা’র বাস থেকে নেমে বিজেপির পতাকাধারী ভিড়ের দিকে এগিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। তবে বাস থেকে নামার সঙ্গে সঙ্গেই নিরাপত্তা কর্মী ও দলীয় কর্মীরা তাঁকে বাসের ভিতরে নিয়ে চলে যান।
কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে রাহুল গান্ধীর যাওয়ার কথা ছিল, সেখানে বিজেপির হাতে গোনা কয়েকজন একটি মিছিল বের করে। সেই সময় সাংবাদিক ও কংগ্রেস নেতাদের কয়েকটি গাড়ি যাচ্ছিল। তাদের উপর হামলা করে ওই মারমুখী যুবকরা।
কংগ্রেসের অভিযোগ, প্রবীণ নেতা জয়রাম রমেশের গাড়ি এবং ক্যামেরাম্যানকে বিজেপি কর্মীরা হেনস্থা করে। জয়রাম রমেশ বলেন, ‘সোনতিপুরের জুমুগুরিহাট এলাকায় একদল বিশৃঙ্খল বিজেপি-র গুণ্ডা আমার গাড়িতে হামলা চালায়। ভারত জোড়ো ন্যায় যাত্রার পোস্টাক-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, সেগুলি গাড়ির উইন্ডশিল্ডে লাগানো ছিল। জল ছিটিয়ে দেওয়া হয় গাড়িতে’।
এর আগেও ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় বিজেপি বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে কংগ্রেস। অভিযোগ, ১৯ জানুয়ারি শুক্রবার গভীর রাতে অসমে লখিমপুর শহরে রাহুল গান্ধীর যাত্রা চলাকালীন যানবাহন ভাঙচুর চালায় স্থানীয় বিজেপি কর্মীরা। এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে কংগ্রেস বলেছে যে বিজেপি সরকার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’কে ভয় পাচ্ছে।
আরও পড়ুন: বৃষ্টি মিটতেই আবারও জাঁকিয়ে ঠান্ডা! রাজ্যে আবহাওয়ার বড় ভোলবদল