HomeখবরদেশNEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

NEET নিয়ে সংসদেই শিক্ষামন্ত্রীর সঙ্গে মুখোমুখি বিবাদে জড়ালেন রাহুল গান্ধী

প্রকাশিত

নিট নিয়ে শিক্ষামন্ত্রীকে খোঁচা রাহুল গান্ধীর, পাল্টা ধর্মেন্দ্র প্রধান….

ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট (NEET)-এ প্রশ্ন ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মুখোমুখি কংগ্রেস সাংসদ এবং বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। সোমবার সংসদে উত্তপ্ত বিনিময় শুরু হয় তাঁদের মধ্যে।

এ দিন রাহুল গান্ধী বলেন, “এটি সমগ্র দেশের কাছে স্পষ্ট যে আমাদের পরীক্ষা পদ্ধতিতে একটি খুব গুরুতর সমস্যা রয়েছে, শুধুমাত্র নিট-এ নয়, সমস্ত বড় পরীক্ষায়”। একই সঙ্গে তিনি বলেন, “নিজেকে বাদ দিয়ে বাকি সবাইকে দোষারোপ করেন তিনি ( ধর্মেন্দ্র প্রধান)। আমার মনে হয় এখানে কী চলছে তার মৌলিক বিষয়গুলি বোঝেন না তিনি।”

রাহুল দাবি করেন, লক্ষ লক্ষ শিক্ষার্থী এটাকেট জালিয়াতি বলে মনে করে। অনেকেই এমনটা ভেবে নিয়েছে, আপনি যদি ধনী হন এবং আপনার কাছে যদি টাকা থাকে তবে আপনি ভারতীয় পরীক্ষা পদ্ধতি কিনতে পারেন এবং এটা নিয়ে বিরোধীরাও একই একমত। তিনি এই বিষয়ে পৃথক একদিনের আলোচনার দাবি জানান।

রাহুলের অভিযোগের পাল্টা জবাব দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর দাবি, তিনি যত দিন শিক্ষামন্ত্রী রয়েছেন, ততদিন কোনো পরীক্ষার প্রশ্নপত্রই ফাঁস হয়নি। তিনি বলেন, “গত সাত বছরে প্রশ্ন ফাঁসের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই (NEET) বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলতে পারি যে এনটিএ – এর মাধ্যমে ২৪০ টিরও বেশি পরীক্ষা সফলভাবে পরিচালিত হয়েছে”।

শিক্ষামন্ত্রীকে আরও কোণঠাসা করার উদ্দেশে, রাহুলের পাল্টা প্রশ্ন, “যেহেতু এটি (NEET) একটি পদ্ধতিগত সমস্যা, আপনি এই সমস্যাটি ঠিক করার জন্য ঠিক কী কী করছেন?”

শিক্ষামন্ত্রী কড়া জবাব দিয়ে বলেন, “শুধু চিৎকার করে মিথ্যা সত্য হয়ে যাবে না। বিরোধী দলনেতা যে দেশের পরীক্ষা পদ্ধতিকে আবর্জনা বলছেন, তা অত্যন্ত নিন্দনীয়।”

এরই মধ্যে ময়দানে নেমে পড়েন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। তিনি বলেন, “এই সরকার প্রশ্ন ফাঁসের রেকর্ড তৈরি করবে। এমন কিছু কেন্দ্র আছে যেখানে দুই হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছে। যতদিন ইনি মন্ত্রী (শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান) থাকবেন, ছাত্ররা বিচার পাবে না।”

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাবে ধর্মেন্দ্র প্রধান বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয়েছে। আমি রাজনীতি করতে চাই না, তবে অখিলেশ যাদব যখন দায়িত্বে ছিলেন তখন কতগুলি প্রশ্ন ফাঁস হয়েছিল তার একটি তালিকা আমার কাছে আছে” ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।