Homeখবরদেশরেলের নতুন নিয়ম: টিকিট ক্যানসেল নয়, এবার বদলানো যাবে যাত্রার তারিখই! যাত্রীদের...

রেলের নতুন নিয়ম: টিকিট ক্যানসেল নয়, এবার বদলানো যাবে যাত্রার তারিখই! যাত্রীদের জন্য বড় স্বস্তি

প্রকাশিত

রেল যাত্রীদের জন্য বড় সুখবর! এতদিন পর্যন্ত ট্রেনের যাত্রার তারিখ পরিবর্তন করতে গেলে টিকিট বাতিল করে নতুন করে বুকিং করতে হত। এর ফলে কেটে নেওয়া হত ভাড়ার একটি বড় অংশ, যা অনেক সময় যাত্রীদের কাছে অত্যন্ত অসুবিধাজনক ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়াত।

এই ব্যবস্থাকেই “অন্যায্য ও যাত্রী-বিরোধী” বলে আখ্যা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল মন্ত্রক নতুন একটি নিয়ম চালু করতে চলেছে, যাতে টিকিট বাতিল না করেই যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।

রেলমন্ত্রী বলেন, “এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থের পরিপন্থী, তাই আমরা তা পরিবর্তনের নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানিয়েছেন, এই নতুন সুবিধা চালু হলে লাখ লাখ যাত্রী উপকৃত হবেন, যাঁরা নানা কারণে তাঁদের যাত্রার তারিখ পরিবর্তন করতে চান।

তবে তিনি স্পষ্ট করেছেন, নতুন তারিখে টিকিট পরিবর্তনের পর নিশ্চিত আসন (confirmed seat) পাওয়া নির্ভর করবে আসন-প্রাপ্যতার উপর। পাশাপাশি, যদি নতুন টিকিটের ভাড়া বেশি হয়, যাত্রীকে সেই বাড়তি ভাড়া দিতে হবে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর কেন্দ্রীয় রিপোর্ট! প্রতি ৩ জন ভারতীয় শিশুর মধ্যে ১ জনের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল

বর্তমান নিয়ম অনুযায়ী, যাত্রার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হয়। ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে ক্যানসেল করলে আরও বেশি টাকা কাটা হয়। এমনকি রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে, টিকিট বাতিলের পর কোনও ফেরতও দেওয়া হয় না।

এই পরিবর্তনের ফলে যাত্রীদের সময় ও অর্থ দু’টোই বাঁচবে, এবং ট্রেন ভ্রমণ আরও যাত্রীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, কমবে আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই, বর্ষা বিদায়ের পথে বাংলা।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্‌ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?

খবর অনলাইন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। কেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ এবং...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

আরও পড়ুন

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।

১৫ নভেম্বর থেকে টোলপ্লাজায় নতুন নিয়ম! FASTag না থাকলে দিতে হবে দ্বিগুণ টোল, UPI-তে ১.২৫ গুণ চার্জ

১৫ নভেম্বর থেকে জাতীয় সড়কে টোলপ্লাজায় কার্যকর হচ্ছে নতুন নিয়ম। FASTag ছাড়া গাড়িকে দিতে হবে দ্বিগুণ টোল, আর UPI-তে পরিশোধ করলে দিতে হবে ১.২৫ গুণ ফি। ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতেই নতুন সিদ্ধান্ত।