রেল যাত্রীদের জন্য বড় সুখবর! এতদিন পর্যন্ত ট্রেনের যাত্রার তারিখ পরিবর্তন করতে গেলে টিকিট বাতিল করে নতুন করে বুকিং করতে হত। এর ফলে কেটে নেওয়া হত ভাড়ার একটি বড় অংশ, যা অনেক সময় যাত্রীদের কাছে অত্যন্ত অসুবিধাজনক ও ব্যয়সাপেক্ষ হয়ে দাঁড়াত।
এই ব্যবস্থাকেই “অন্যায্য ও যাত্রী-বিরোধী” বলে আখ্যা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে রেল মন্ত্রক নতুন একটি নিয়ম চালু করতে চলেছে, যাতে টিকিট বাতিল না করেই যাত্রার তারিখ পরিবর্তন করা যাবে।
রেলমন্ত্রী বলেন, “এই ব্যবস্থা যাত্রীদের স্বার্থের পরিপন্থী, তাই আমরা তা পরিবর্তনের নির্দেশ দিয়েছি।” তিনি আরও জানিয়েছেন, এই নতুন সুবিধা চালু হলে লাখ লাখ যাত্রী উপকৃত হবেন, যাঁরা নানা কারণে তাঁদের যাত্রার তারিখ পরিবর্তন করতে চান।
তবে তিনি স্পষ্ট করেছেন, নতুন তারিখে টিকিট পরিবর্তনের পর নিশ্চিত আসন (confirmed seat) পাওয়া নির্ভর করবে আসন-প্রাপ্যতার উপর। পাশাপাশি, যদি নতুন টিকিটের ভাড়া বেশি হয়, যাত্রীকে সেই বাড়তি ভাড়া দিতে হবে।
আরও পড়ুন: চাঞ্চল্যকর কেন্দ্রীয় রিপোর্ট! প্রতি ৩ জন ভারতীয় শিশুর মধ্যে ১ জনের শরীরে অতিরিক্ত কোলেস্টেরল
বর্তমান নিয়ম অনুযায়ী, যাত্রার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে টিকিট বাতিল করলে ভাড়ার ২৫ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হয়। ১২ থেকে ৪ ঘণ্টার মধ্যে ক্যানসেল করলে আরও বেশি টাকা কাটা হয়। এমনকি রিজার্ভেশন চার্ট তৈরি হয়ে গেলে, টিকিট বাতিলের পর কোনও ফেরতও দেওয়া হয় না।
এই পরিবর্তনের ফলে যাত্রীদের সময় ও অর্থ দু’টোই বাঁচবে, এবং ট্রেন ভ্রমণ আরও যাত্রীবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।
