Home খবর দেশ ওড়িশার দুর্ঘটনাস্থলে ৫১ ঘণ্টা পর প্রথম ট্রেন চলাচল

ওড়িশার দুর্ঘটনাস্থলে ৫১ ঘণ্টা পর প্রথম ট্রেন চলাচল

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতেই বালেশ্বরের দুর্ঘটনাস্থলে আপ এবং ডাউন উভয় রেলপথ মেরামতের কাজ শেষ। রবিবার সন্ধ্যায় সেকশনে প্রথম ট্রেন চলাচল শুরু হয়। দেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনার পর রেললাইনটি আবারও চালু হল দ্রুত তৎপরতায়।

ভয়াবহ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ৫১ ঘণ্টার মধ্যেই বাহানাগা দিয়ে ফের শুরু হল ট্রেন চলাচল। তবে যাত্রীবাহী ট্রেন নয়, পরীক্ষামূলক ভাবে মালগাড়ি চালানো হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক করতে দিনরাত এক করে কাজ করেছেন রেলকর্মীরা।

দুর্ঘটনাগ্রস্ত রেলপথে রেললাইনের অবশিষ্ট কিছু ছিল না বললেই চলে। দুর্ঘটনার জেরে উপড়ে গিয়েছে রেললাইনের একাংশ। আবার কোনও কোনও জায়গায় রেললাইনের উপর পড়েছে ট্রেনের ভাঙাচোরা কামরা। সেগুলি রেলপথ থেকে ইতিমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে। কার্যত যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত লাইন দুটি মেরামত করা হয়।

রবিবার রাতে ওই রেলপথ দিয়ে ডাউন লাইনে ট্রেনের পরীক্ষামূলক দৌড় (ট্রায়াল রান) শুরু করল রেল। রাত ১০টা ৪০ মিনিটে ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। এর পর রাত ১১টা ৩৯ মিনিটে চালানো হয় আরও একটি মালগাড়ি। আপ লাইনে প্রথম ট্রেনটি চালানো হয় রাত ১২টা ৫ মিনিটে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ওড়িশায় বালেশ্বরের কাছে বাহানগা বাজারে দুর্ঘটনার কবলে পড়ে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি মালগাড়িও। মালগাড়ির কামরার উপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন। এই ৩ ট্রেনের দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে।

ওড়িশার দুর্ঘটনা সম্পর্কিত আরও খবর পড়ুন:

‘মূল কারণ’ এবং ‘দোষীদের’ চিহ্নিত হওয়ার কথা জানিয়েও ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেলের!

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ‘মূল কারণ’ চিহ্নিত হয়েছে, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

করমণ্ডল এক্সপ্রেস মূল লাইনের পরিবর্তে ঢুকে পড়ে লুপ লাইনে! প্রাথমিক তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার

ওড়িশার দুর্ঘটনাস্থলে মমতা, এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা করলেন আর্থিক সাহায্য

হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, কী ভাবে এত বড়ো দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮০, আহত ৬৫০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version