Home রাজ্য দঃ ২৪ পরগনা ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের যুবক, উদ্বিগ্ন পরিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ জয়নগরের এক যুবক। নাম সঞ্জীব মণ্ডল (২২)।

জয়নগর থানার নারায়ণীতলা পঞ্চায়েতের সরবেড়িয়ার বাসিন্দা সঞ্জীব মণ্ডলের পরিবারের দাবি, শুক্রবার দুপুরে দিন মজুরের কাজের জন্য কেরলের উদ্দেশ্যে জয়নগরের সরবেড়িয়া থেকে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে ওঠার জন্য শালিমারের উদ্দেশে রওনা দেন সঞ্জীব।

সঞ্জীবর পরিবারের লোকজন ট্রেন দুর্ঘটনার খবর জানতে পেরে রাত থেকে সকাল পর্যন্ত তাঁর ফোনে একাধিকবার ফোন করলেও তার সঙ্গে কোনো কথা বলতে পারেননি। অবশেষে শনিবার জয়নগর-১ বিডিও ও জয়নগর থানা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

সঞ্জীব মণ্ডল কি পরিস্থিতিতে আছেন, সেই বিষয়ে চিন্তায় তাঁর পরিবারের লোকজন। এ দিন তাঁর মা বৃথিকা মণ্ডল বললেন, “আমরা খুব গরিব। তাই কাজের সন্ধানে ভিন রাজ্যে ছেলে যাচ্ছিল। আর এখনও তাঁর কোনো খবর পাচ্ছি না। তাই খুব চিন্তায় আছি। সে কেমন আছে, কে জানে”।

এ দিকে জয়নগর থানা ও বিডিওর তরফে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যার ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রেল। তাদের তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা ৮০০-এর বেশি। উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে বলেই দাবি রেল সূত্রে।

ওড়িশার দুর্ঘটনা সম্পর্কিত আরও খবর পড়ুন:

ওড়িশার দুর্ঘটনাস্থলে মমতা, এই রাজ্যের ক্ষতিগ্রস্তদের জন্য ঘোষণা করলেন আর্থিক সাহায্য

হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে, কী ভাবে এত বড়ো দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৮০, আহত ৬৫০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version