Homeখবরদেশউপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

উপনির্বাচনে সরকারি আধিকারিককে চড় মারা সেই নির্দল প্রার্থী গ্রেফতার

প্রকাশিত

রাজস্থানের টঙ্ক জেলার সেই নির্দল প্রার্থী নরেশ মীনাকে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোট চলাকালীন জনসমক্ষে মালপুরা উপবিভাগীয় ম্যাজিস্ট্রেট (এসডিএম) অমিত চৌধুরিকে চড় মারার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই গ্রেফতারি। গত বুধবার উপনির্বাচন হয় রাজস্থানের দেওলি-উনিয়ারা আসনে। কংগ্রেসের প্রাক্তন নেতা নরেশ মীনা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। 

ঘটনার সূত্রপাত হয়েছিল টঙ্ক জেলার সামরাবতা গ্রামে, যেখানে স্থানীয়দের দাবি ছিল গ্রামটি ইউনিয়ারা উপবিভাগের অধীনে আনা হোক, কারণ এটি নিকটবর্তী এলাকা। নরেশ মীনা স্থানীয়দের এই দাবির পক্ষে সমর্থন জানাচ্ছিলেন। ভোট চলাকালে এসডিএম চৌধুরী ভোটারদের উৎসাহিত করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরেই নরেশ মীনা এসডিএম-এর বিরুদ্ধে জোর করে ভোট দেওয়ার অভিযোগ তোলেন। এখানেই থেমে না থেকে তাঁকে থাপ্পড়ও মারেন।

এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষুব্ধ জনতা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের উপর পাথর ছোড়া হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ এবং গ্যাসের গ্যাসের ব্যবহার করতে হয়। এই সংঘর্ষে প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে অনেকেই আগে থেকেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেফতারের সময় নরেশ মীনা সাংবাদিকদের বলেন, “আমি আত্মসমর্পণ করব না। মানুষকে জোর করে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল। যখন আমি তাদের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ওই আধিকারিক এই কাজ করছেন। হ্যাঁ, আমি এসডিএমকে চড় মেরেছি, কারণ তিনি ভুল করছিলেন।”

মীনা আরও অভিযোগ করেন যে, তাঁকে জোর করে আটকানো হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়ায় এবং এরপর পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। মীনার দাবি অনুযায়ী, সংঘর্ষের সময় তাঁর উপর কাঁদানে গ্যাস এবং মরিচ গ্যাস প্রয়োগ করা হয়। সে সময় তাঁর সমর্থকরা তাঁকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়।

নরেশ মীনা আরও বলেন, “পুলিশ আমার বিরুদ্ধে যে শাস্তি দেবে, এমনকি ফাঁসিও, আমি মেনে নিতে প্রস্তুত। তবে প্রশাসনকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।”

কংগ্রেস সাংসদ হরিশ চন্দ্র মীনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন নরেশ মীনা। তাঁর দাবি, “হরিশ মীনা এই ঘটনার পেছনে রয়েছে। তিনি আমার প্রার্থীপদ বাতিল করিয়েছেন এবং বহুবার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আমি আশঙ্কা করছি তিনি হয়তো আমাকে এনকাউন্টারের যড়যন্ত্রও করতে পারেন।”

নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা মীনা বলেন, গ্রেফতার হওয়া ৬০ জন মানুষ নির্দোষ এবং তাঁদের মুক্তির দাবি জানান।

আরও পড়ুন: ভোট কেন্দ্রে কর্তব্যরত সরকারি আধিকারিককে কষিয়ে থাপ্পড়, উপনির্বাচনে তুলকালাম কাণ্ড রাজস্থানে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অর্শদীপের বল আর ওয়াশিংটনের ব্যাটের জোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে সমতা ফেরালেন সূর্যেরা

অস্ট্রেলিয়া: ১৮৬-৬ (টিম ডেভিড ৭৪, মার্কাস স্টয়নিস ৬৪, অর্শদীপ সিংহ ৩-৩৫, বরুণ চক্রবর্তী ২-৩৩) ভারত:...

বিশ্বের প্রথম স্পিচ-টু-স্পিচ এআই মডেল তৈরি করলেন ভারতের স্পর্শ আগরওয়াল! আইআইটি পড়ুয়ার উদ্ভাবনে চমক প্রযুক্তি মহলে

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন ইতিহাস লিখলেন ভারতের এক তরুণ উদ্ভাবক। আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের...

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

আরও পড়ুন

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...