বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর তাতেই প্রাণ হারাল অন্তত চার পড়ুয়া। রাজস্থানের ঝালাওয়র জেলার পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন বহু ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন ঝালাওয়রের জেলাশাসক ও পুলিশ সুপার অমিত কুমার বুদানিয়া। জেলাশাসকের দফতর সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে পুরোদমে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা।
ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে পিটিআই (PTI)। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করছেন। অনেকে হাত দিয়েই ইট-পাথরের ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। পাশাপাশি একটি বুলডোজার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্কুল চত্বরে ভিড় জমিয়েছেন শতাধিক স্থানীয় বাসিন্দা।
VIDEO | Jhalawar, Rajasthan: Roof of Piplodi Primary School collapses, several children feared trapped. Rescue operations underway.#RajasthanNews #Jhalawar
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/K0STKQwP0A
হাসপাতাল চত্বরে দেখা গিয়েছে, আতঙ্কিত অভিভাবক ও পরিজনেরা উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। চিকিৎসকেরা আহত পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত।
পুলিশ সুপার অমিত কুমার বুদানিয়া জানিয়েছেন, ‘‘৩-৪ জন ছাত্রছাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহু পড়ুয়া আহত। আমরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছি।’’
এই দুর্ঘটনা ঘিরে চরম শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কী কারণে এই ছাদ ধস, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্কুল ভবনের রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
VIDEO | Four children killed, 17 injured as government school building collapses in Rajasthan's Jhalawar district, say police. Visuals from the hospital where the injured children have been admitted.#RajasthanNews
— Press Trust of India (@PTI_News) July 25, 2025
(Source: Third Party)
(Full video available on PTI videos -… pic.twitter.com/HZ7L81Z0ix