Homeখবরদেশবিদ্যালয়ের ছাদ ধসে মৃত্যু অন্তত ৪ পড়ুয়ার, রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা! বহু ছাত্রছাত্রী...

বিদ্যালয়ের ছাদ ধসে মৃত্যু অন্তত ৪ পড়ুয়ার, রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা! বহু ছাত্রছাত্রী আহত, উদ্ধারকার্য জারি

রাজস্থানের ঝালাওয়রের পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ধসে মৃত্যু অন্তত ৪ পড়ুয়ার। আহত বহু। চলছে উদ্ধারকাজ, হাসপাতালে ভর্তি ১৭ জন শিশু।

প্রকাশিত

বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। আর তাতেই প্রাণ হারাল অন্তত চার পড়ুয়া। রাজস্থানের ঝালাওয়র জেলার পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার সকালেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন বহু ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে অন্তত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য।

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন ঝালাওয়রের জেলাশাসক ও পুলিশ সুপার অমিত কুমার বুদানিয়া। জেলাশাসকের দফতর সূত্রে খবর, দুর্ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে পুরোদমে। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল কর্মীরা।

ঘটনাস্থলের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করেছে পিটিআই (PTI)। সেখানে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি করছেন। অনেকে হাত দিয়েই ইট-পাথরের ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা করছেন। পাশাপাশি একটি বুলডোজার দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। স্কুল চত্বরে ভিড় জমিয়েছেন শতাধিক স্থানীয় বাসিন্দা।

হাসপাতাল চত্বরে দেখা গিয়েছে, আতঙ্কিত অভিভাবক ও পরিজনেরা উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। চিকিৎসকেরা আহত পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসা দিতে ব্যস্ত।

পুলিশ সুপার অমিত কুমার বুদানিয়া জানিয়েছেন, ‘‘৩-৪ জন ছাত্রছাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহু পড়ুয়া আহত। আমরা দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছি।’’

এই দুর্ঘটনা ঘিরে চরম শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কী কারণে এই ছাদ ধস, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্কুল ভবনের রক্ষণাবেক্ষণে গাফিলতি ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।