Homeখবরদেশরাজস্থানে তীব্র তাপপ্রবাহে ৫ দিনে ৩২ জনের মৃত্যু, হিটস্ট্রোকে মৃত জলপাইগুড়ির বাসিন্দা...

রাজস্থানে তীব্র তাপপ্রবাহে ৫ দিনে ৩২ জনের মৃত্যু, হিটস্ট্রোকে মৃত জলপাইগুড়ির বাসিন্দা বিএসএফ জওয়ান

প্রকাশিত

রাজস্থান জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যেখানে গত পাঁচ দিনে লু (তীব্র গরম বাতাস) লাগার কারণে ৩২ জনের মৃত্যু হয়েছে। সোমবারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যোধপুর জেলায় দুইজন জৈন সাধুর মৃত্যু হয়েছে। এছাড়াও, জয়সলমের জেলার ভারত-পাকিস্তান সীমান্তে লু লাগার কারণে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) একজন জওয়ানের মৃত্যু হয়েছে। আলওয়ারে এক ছাত্রের এবং কেকড়ি জেলায় পশু চরাতে গিয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।

যোধপুর জেলার পিপাড় শহরে জৈন সাধ্বী দয়া শ্রী তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁর মৃত্যু হয়। আরেক জৈন সাধু চিরঞ্জয় মুনিরও লু লাগার কারণে মৃত্যু হয়েছে। বিএসএফ জওয়ান অজয় কুমার, যিনি জয়সলমের জেলার বিএসএফ ক্যাম্পে কর্মরত ছিলেন, লু লাগার কারণে প্রাণ হারিয়েছেন। অজয় কুমার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা ছিলেন। কেকড়ি জেলার নাগোলা গ্রামে ৮০ বছর বয়সী মোহন রাইবারি পশু চরাতে গিয়ে লু লাগার কারণে মারা যান। তার মৃতদেহ একটি গাছের নিচে পাওয়া যায়।

জয়পুরে একটি ফ্যাক্টরিতে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে গিয়ে একজন বয়লার অপারেটরের মৃত্যু হয়েছে। পুলিশ ফ্যাক্টরি মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছে।

এদিকে, জয়সলমের জেলার আন্তর্জাতিক সীমান্তে সোমবার টানা তৃতীয় দিন তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। জয়পুরে তাপমাত্রা ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গত ১১ বছরে মে মাসে সর্বোচ্চ।

তীব্র গরমের মধ্যে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জেলার প্রশাসনিক সচিবদের তাঁদের নির্ধারিত জেলার সফর করে জেলার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছেন। এছাড়া, জল, বিদ্যুৎ, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, গরুর জন্য গোশালায় পর্যাপ্ত জল ও খাদ্য, অন্যান্য পশু-পাখির চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা কালেক্টরদের গ্রামে রাত্রী যাপন করার নির্দেশও দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।