নয়া দিল্লি : জঙ্গি বা শত্রুদের হদিস দেবে ইঁদুর। চলছে এই প্রযুক্তি তৈরির কাজ। কাজ চালাচ্ছে DRDO। Defence Research Development Organization বা DRDO সূত্রে খবর, এক নয়া প্রযুক্তি তৈরি করা হচ্ছে। যে প্রযুক্তির মাধ্যমে খুব সহজে দূরে বসেই একজন মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা সম্ভব। DRDO সূত্রে খবর, গত বছরের গোড়ার দিকেই এই প্রযুক্তি তৈরির উদ্যোগে নেওয়া হয়েছিল। বর্তমানে শেষ হয়েছে এর প্রথম পর্যায়ের কাজ। এবার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করছে DRDO। উল্লেখ্য এই প্রযুক্তি বর্তমানে চিনের হাতে রয়েছে। সূত্রে খবর, চলতি বছরের শেষের দিকে এই প্রযুক্তির ট্রায়াল শুরু করা যাবে বলেও DRDO সূত্রে খবর।
DRDO-র অ্যাসিমেট্রিক প্রযুক্তির ডিরেক্টর পি শিবপ্রসাদ জানান, “প্রথম পর্যায়ে আমরা সাফল্য পেয়েছি। খুব কম সময়ের মধ্যে এই প্রযুক্তি আমরা তৈরি করতে পেরেছি। দ্বিতীয় পর্যায়ের কাজও সময়ের মধ্যে শেষ করতে চাই।”
বর্তমানে ইঁদুরকে কাজে লাগিয়ে এই প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে। তবে আগামী দিনে অন্য কোন প্রাণীকে কাজে লাগানো যেতে পারে এমনটাই জানা যাচ্ছে DRDO সূত্রে।