Homeখবরদেশনিট সংশোধিত মেধা তালিকা প্রকাশ, শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ৬১ থেকে নামল ১৭-য়

নিট সংশোধিত মেধা তালিকা প্রকাশ, শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ৬১ থেকে নামল ১৭-য়

প্রকাশিত

স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর চূড়ান্ত পুনঃসংশোধিত ফলাফল এবং সংশোধিত মেধা তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।আপডেট করা মেধাতালিকা অনুসারে, শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ৬২ থেকে ১৭-য় নেমে এসেছে।

এ বারের নিট পরীক্ষা বিতর্কে জর্জরিত। প্রশ্নফাঁস, ফলাফলে কারচুপির পর একটি প্রশ্নের দুটি উত্তরের জন্য নম্বর দেওয়াকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রশ বিতর্কে তথ্য জমা করে আইআইটি-দিল্লি। পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে শুধুমাত্র একটি বিকল্প সঠিক ছিল বলে সুপারিশ করার পরে মেধা তালিকা সংশোধনের প্রয়োজন হয়েছিল।

সংশোধিত মেধাতালিকা অনুসারে, রাজস্থান থেকে শীর্ষ স্থানাধিকারী চারজন, মহারাষ্ট্র থেকে তিন এবং দিল্লি থেকে দুইজন রয়েছেন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, তামিলনাড়ু, কেরল এবং চণ্ডীগড় একজন করে প্রার্থী শীর্ষস্থান অধিকার করেছেন।

বলে রাখা ভালো, র‌্যাঙ্কিংয়ের এই পরিবর্তন অনেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ মোট পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ২৪ লক্ষের বেশি, সেখানে মেডিক্যালে আসন সংখ্যা মাত্র ১ লক্ষ ৮ হাজারের মতো। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে মাত্র ৫৬ হাজার আসন রয়েছে। সেখানে উন্নত পরিকাঠামো এবং সেই তুলনায় ফি কম হওয়ার দরুন চাহিদা অনেক বেশি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।