স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর চূড়ান্ত পুনঃসংশোধিত ফলাফল এবং সংশোধিত মেধা তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।আপডেট করা মেধাতালিকা অনুসারে, শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা ৬২ থেকে ১৭-য় নেমে এসেছে।
এ বারের নিট পরীক্ষা বিতর্কে জর্জরিত। প্রশ্নফাঁস, ফলাফলে কারচুপির পর একটি প্রশ্নের দুটি উত্তরের জন্য নম্বর দেওয়াকে কেন্দ্র করে কম জলঘোলা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো প্রশ বিতর্কে তথ্য জমা করে আইআইটি-দিল্লি। পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে শুধুমাত্র একটি বিকল্প সঠিক ছিল বলে সুপারিশ করার পরে মেধা তালিকা সংশোধনের প্রয়োজন হয়েছিল।
সংশোধিত মেধাতালিকা অনুসারে, রাজস্থান থেকে শীর্ষ স্থানাধিকারী চারজন, মহারাষ্ট্র থেকে তিন এবং দিল্লি থেকে দুইজন রয়েছেন। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার, পঞ্জাব, তামিলনাড়ু, কেরল এবং চণ্ডীগড় একজন করে প্রার্থী শীর্ষস্থান অধিকার করেছেন।
বলে রাখা ভালো, র্যাঙ্কিংয়ের এই পরিবর্তন অনেক পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে। কারণ মোট পরীক্ষার্থীর সংখ্যা যেখানে ২৪ লক্ষের বেশি, সেখানে মেডিক্যালে আসন সংখ্যা মাত্র ১ লক্ষ ৮ হাজারের মতো। এর মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে মাত্র ৫৬ হাজার আসন রয়েছে। সেখানে উন্নত পরিকাঠামো এবং সেই তুলনায় ফি কম হওয়ার দরুন চাহিদা অনেক বেশি।